Sports News

ভারত সফরে বাংলাদেশ দলে নেই মুস্তাফিজ

ভারত সফরে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। খেলবে একটি অনুশীলন ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বিসিবি। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৬:২৮
Share:

মুস্তাফিজুর রহমান। ছবি: এএফপি।

ভারত সফরে আসছে বাংলাদেশ ক্রিকেট দল। খেলবে একটি অনুশীলন ম্যাচ ও একটি টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে বিসিবি। বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের দল ঘোষণা করে দিয়েছে।

Advertisement

যে দলে জায়গা হয়নি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। মুস্তাফিজকে বিশ্রাম দেওয়ার জন্যই এই সিদ্ধান্ত। শ্রীলঙ্কা সফরের আগে পর্যাপ্ত বিশ্রাম দিতে কাটার মাস্টারকে নির্বাচকরা দলের বাইরে রেখেছেন বলে সূত্রের খবর। এই দলে জায়গা করে নিয়েছেন উইকেটকিপার-ব্যাটসম্যান লিটন দাস ও পেসার শফিউল ইসলাম।
৯ থেকে ১৩ ফেব্রুয়ারি হায়দরাবাদে হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচ। তার আগে ৫ ফেব্রুয়ারি থেকে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন মুশফিক, তামিমরা। চোটের জন্য নিউজিল্যান্ড সফরের শেষ টেস্ট মিস করা তিন ক্রিকেটার ইমরুল কায়েস, মুমিনুল হক ও মুশফিকুর রহিম তিনজনই দলে ফিরেছেন।
উল্লেখ্য, ভারতের বিপক্ষে এক ম্যাচের টেস্ট সিরিজের জন্য ২ ফেব্রুয়ারির ঢাকা ছাড়বে টাইগার বাহিনী। এই সফরে ভারত ‘এ’ দলের বিপক্ষে সেকান্দ্রাবাদে ৫-৬ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচে লড়বে সফরকারীরা। এর দু’দিন পর ৯ ফেব্রুয়ারি থেকে হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট মাঠে শুরু হবে ভারত ও বাংলাদেশ টেস্ট।
বাংলাদেশ দল: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ, মুমিনুল হক, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শুভাশীষ রায়, শফিউল ইসলাম ও কামরুল ইসলাম রাব্বি।

আরও খবর: চোট সারিয়ে ফিরছেন মুশফিকুর

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন