অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে ফিরছেন মুস্তাফিজুর

একজনের সামনে জয়ের খুশি। প্রতিপক্ষের বিরুদ্ধে বদলার আনন্দ। অন্যদিকে এশিয়া কাপে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার উচ্ছ্বাস শেষ হয়ে গেল কলকাতায়। পাকিস্তানের কাছে হারের মুখ দেখতে হল বাংলাদেশকে। ব্যাটে, বলে কোনওভাবেই পাকিস্তানকে ছাপিয়ে যেতে পারল না বাংলাদেশ। যার ফল হার। ম্যাচ শেষে কী বললেন দুই অধিনায়ক দেখা যাক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৬ ২৩:০৩
Share:

একজনের সামনে জয়ের খুশি। প্রতিপক্ষের বিরুদ্ধে বদলার আনন্দ। অন্যদিকে এশিয়া কাপে প্রতিপক্ষকে উড়িয়ে দেওয়ার উচ্ছ্বাস শেষ হয়ে গেল কলকাতায়। পাকিস্তানের কাছে হারের মুখ দেখতে হল বাংলাদেশকে। ব্যাটে, বলে কোনওভাবেই পাকিস্তানকে ছাপিয়ে যেতে পারল না বাংলাদেশ। যার ফল হার। ম্যাচ শেষে কী বললেন দুই অধিনায়ক দেখা যাক।

Advertisement

মাশরাফি মোর্তাজা : ২০০ রান করাটা সহজ ছিল না। তাও আবার পাকিস্তানের বোলিং অ্যাটাকের সামনে। তাও ঠিক ছিল। কিন্তু ছয় ওভারের পর থেকে ম্যাচটা আমাদের হাতের বাইরে বেড়িয়ে গেল। সাকিব খুব ভাল ব্যাট করেছে যে কারণে আমরা ১৫০ পর্যন্ত পৌঁছেছিলাম। যেটা খুব খারাপ রান নয়। আমাদের আরও ভাল বোলিং করা উচিত ছিল। আমরা একদম ভাল বল করতে পারিনি আজকে। তাছাড়া প্রথম ছয় ওভারে আমরা ভাল রান তুলতে পারিনি। আমরা বেশি অনুশীলনও করতে পারিনি। মানসিকভাবে আরও শক্ত হতে হবে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সামনে আমাদের আরও ভাল করতে হবে। তার উপর বেঙ্গালুরুর উইকেট ফ্ল্যাট। বোলিংকে আরও শক্তিশালী করতে হবে। আশা করছি মুস্তাফিজুর ফিরবে পরের ম্যাচে।

শহিদ আফ্রিদি : আমি মুখিয়ে ছিলাম। আমার খেলা দলের কাজে লেগেছে। আমি চেয়েছিলাম দেশের জন্য এখানে ভাল খেলতে। একজন অধিনায়ক ও সিনিয়র প্লেয়ার হিসেবে এটা একটা বড় ইভেন্ট। আমি কোচকে বলেছিলাম আমি একজন অধিনায়ক হিসেবে উদাহরণ তৈরি করতে চাই। কোচ সমর্থন করেছিলেন। আমি বাকি ব্যাটসম্যানদেরও সুযোগ দিতে চাই। কখনও নিজের জন্যও রাখতে চাই। আমার মনে হয় গত কয়েকটি সিরিজে আমাদের ব্যাটসম্যানরা রান পাচ্ছিল না। প্রথম ছয় ওভার খুব গুরুত্বপূর্ণ ছিল। যেখানে হাফিজ ও শেহজাদ ভাল করেছে। এই পার্টনারশিপটাই এতদিন আমরা পাচ্ছিলাম না। আমার মনে হয় নিজেদের ভুল থেকে শেখা উচিত। আমি আজকের ম্যাচ উপভোগ করেছি। সবাই আমার থেকে ব্যাটে ও বলে ভাল খেলা প্রত্যাশা করেছিল। আমি দুটোই সেরটা দেওয়ার চেষ্টা করেছি।

Advertisement

আরও খবর

উফ্, কী ক্যাচটাই না নিলেন সৌম্য!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন