Sports News

বিসিসিআই-এর পদ থেকে সরে দাঁড়ালেন শ্রীধর

শ্রীধরের অবর্তমানে সেই দায়িত্ব পালন করবেন বিসিসিআই-এর সিইও রাহুল জোহুরি। ক্রিকেট অপারেশনসে তাঁকে সাহায্য করবেন মায়ঙ্ক পারিক (আন্তর্জাতিক ক্রিকেট , লজিস্টিক), কেভিপি রাও (ডোমেস্টিক ক্রিকেট) ও গৌরব সাক্সেনা (আইসিসি/এসিসি বিষয়ক, আন্তর্জাতিক কো-অর্ডিনেশন)।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৭ ২০:০৪
Share:

কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের কাছে নিজের ইস্তফা জমা দিলেন বিসিসিআই-এর জেনারেল ম্যানেজার (ক্রিকেট অপারেশন) এমভি শ্রীধর। সিওএ তাঁর এই ইস্তফাপত্র গ্রহন করে নিয়েছে সঙ্গে সঙ্গেই। যা খবর তাতে ক্রিকেট সেন্টারে সিওএ মিটিংয়ের সময়ই তিনি তাঁর ইস্তফাপত্র জমা দেন। শ্রীধরের অবর্তমানে সেই দায়িত্ব পালন করবেন বিসিসিআই-এর সিইও রাহুল জোহুরি। ক্রিকেট অপারেশনসে তাঁকে সাহায্য করবেন মায়ঙ্ক পারিক (আন্তর্জাতিক ক্রিকেট , লজিস্টিক), কেভিপি রাও (ডোমেস্টিক ক্রিকেট) ও গৌরব সাক্সেনা (আইসিসি/এসিসি বিষয়ক, আন্তর্জাতিক কো-অর্ডিনেশন)।

Advertisement

আরও পড়ুন

হার্দিককে নিজের থেকেও এগিয়ে রাখলেন কপিল

Advertisement

রাহুল জোহুরি বলেন, ‘‘এমভি শ্রীধর নিজে সিদ্ধান্ত নিয়েছেন পদ থেকে সরে দাঁড়ানোর এবং নিজের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। ওর পদত্যাগপত্র আজ সুপ্রীম কোর্ট নির্ধারিত কমিটি গ্রহন করে নিয়েছে। শ্রীধরকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে বলা হয়েছে। যাতে নিয়ম মেনে দায়িত্ব হস্তান্তরিত করা যায়। তার দায়িত্ব নিয়ে কাজ করার জন্য তাকে ধন্যবাদ।’’ বেশ কিছুদিন ধরেই স্ক্যানারে ছিলেন তিনি। যে খানে তাঁর বিরুদ্ধে বেশ কিছু অভিযোগও উঠেছে। যার পর শ্রীধরকে মুম্বই থেকে কাজ চালানোর কথা বলা হয়েছিল। শেষ পর্যন্ত সরে যেতেই হল শ্রীধরকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement