ফরাসি ওপেন

আমার জন্য অবাক কাণ্ড: নাদাল

তাও বিশ্বের ছয় নম্বর রাওনিক চোটের কারণে ড্রয়ের ঠিক আগে ফরাসি ওপেন থেকে শুক্রবার নাম তুলে নিলেন। নইলে গত দশ বছরে ন’বার চ্যাম্পিয়ন নাদাল এ বার রোলাঁ গারোয় চতুর্থ রাউন্ডেই জকোভিচ, ফেডেরার বা মারের সামনে পড়তেন! এমনিতেও নাদালের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ শীর্ষ বাছাই জকোভিচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ মে ২০১৫ ০৩:৪২
Share:

রোলাঁ গারোয় রাফার প্রস্তুতি।

তাও বিশ্বের ছয় নম্বর রাওনিক চোটের কারণে ড্রয়ের ঠিক আগে ফরাসি ওপেন থেকে শুক্রবার নাম তুলে নিলেন। নইলে গত দশ বছরে ন’বার চ্যাম্পিয়ন নাদাল এ বার রোলাঁ গারোয় চতুর্থ রাউন্ডেই জকোভিচ, ফেডেরার বা মারের সামনে পড়তেন! এমনিতেও নাদালের সম্ভাব্য কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ শীর্ষ বাছাই জকোভিচ। ২০১২ আর ’১৪ ফাইনালে তাঁকে হারালেও জোকার শেষ ২৭ ম্যাচ অপরাজিত। দু’টো ইউরোপিয়ান ক্লে কোর্ট মাস্টার্স চ্যাম্পিয়ন। সেখানে ফরাসি ওপেনে ৬৬-১ জয়-হারের রেকর্ড সত্ত্বেও নাদাল দশ বছরের মধ্যে এই প্রথম এ মরসুমে কোনও ইউরোপিয়ান ক্লে কোর্ট খেতাব না জিতে সোমবার থেকে তাঁর প্রিয়তম রোলাঁ গারোর নামবেন। ইতিমধ্যেই এ বছর ক্লে-তে পাঁচটা ম্যাচ হেরেছেন। ২০০৩-এর পর সর্বনিম্ন র‌্যাঙ্কিং (৭) এখন তাঁর। রাওনিক না খেলায় ফরাসি ওপেনে সাতের বদলে ষষ্ঠ বাছাই হতে পেরেছেন। প্যারিসে এ দিন গতবারের চ্যাম্পিয়ন হিসেবে শারাপোভার মতোই ড্রয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকা নাদাল বলেন, ‘‘এটা ভীষণ অবাক কাণ্ড! আগে কখনও এমনটা ঘটেনি। কিন্তু এটাই বাস্তব। নোভাকের সামনে পড়ার আগেও চারটে ম্যাচ জিততে হবে। ’’

Advertisement

নাদাল নিজেকে আন্ডারডগ দেখাতে চাইলেও শারাপোভা ক্ষুব্ধ ক্লে কোর্ট সম্রাটের ‘অসম্মান’ দেখে। ড্রয়ের পরেই তিনি বলে দেন, ‘‘র‌্যাঙ্কিং‌য়ের দোহাই দিয়ে নাদালের সঙ্গে যেটা হল সেটা ফরাসি ওপেনে ওর অবমাননা। প্রতি বছরের এই সময় নাদালের দিকে প্রচুর প্রত্যাশা নিয়ে টেনিসপ্রেমীদের তাকিয়ে থাকাটা অভ্যাসে পরিণত হয়েছে। এ বছর ও হয়তো গোটাকয়েক ম্যাচ হেরেছে কিন্তু এই অসাধারণ চ্যাম্পিয়নের রোলাঁ গারোয় এ বারও সফল না হওয়ার কোনও কারণ নেই। নাদাল হয়তো সবাইকে ভুল প্রমাণিত করে ছাড়বে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন