গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্মৃতি সুখকর নয় ওসাকার

মঙ্গলবারই চিন ওপেনের তৃতীয় রাউন্ডে গিয়েছেন ওসাকা। তিনি হারান অবাছাই মার্কিন খেলোয়াড় ড্যানিয়েলি কলিন্সকে। ম্যাচের ফল ৬-১, ৬-০।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০১৮ ০৪:২৩
Share:

যুক্তরাষ্ট্র ওপেন খেতাব জয় মোটেও সুখকর মুহূর্ত ছিল না। জানালেন নেয়োমি ওসাকা। ছবি: রয়টার্স।

প্রথম জাপানি টেনিস খেলোয়াড় হিসেবে চলতি বছরেই তিনি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন যুক্তরাষ্ট্র ওপেনে। সেই নেয়োমি ওসাকা এ বার বলেই দিলেন, যুক্তরাষ্ট্র ওপেন খেতাব জয়, তাঁর কাছে মোটেও সুখকর মুহূর্ত ছিল না। তাঁর কথায়, ‘‘যুক্তরাষ্ট্র ওপেনে চ্যাম্পিয়ন হওয়াটা আমার কাছে একটা অম্লমধুর মুহুর্ত।’’ একই সঙ্গে তিনি বলেছেন, ‘‘আমার কাছে হারের পরে সেরিনা উইলিয়ামস কোর্টের মধ্যেই রাগে ফেটে পড়েছিলেন। যা মোটেও সুখকর মুহূর্ত নয়।’’ ২০ বছরের ওসাকা এ বার যুক্তরাষ্ট্র ওপেনে সেরিনাকে ৬-২, ৬-৪ হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। যে ফাইনাল ম্যাচের পরে আম্পায়ার কার্লোস র‌্যামোসকে ‘চোর’ বলে বিতর্ক বাড়িয়েছিলেন সেরিনা। তার পরে সুর চড়িয়ে আম্পায়ারের বিরুদ্ধে লিঙ্গ বৈষ্যমের অভিযোগও আনেন।

Advertisement

মঙ্গলবারই চিন ওপেনের তৃতীয় রাউন্ডে গিয়েছেন ওসাকা। তিনি হারান অবাছাই মার্কিন খেলোয়াড় ড্যানিয়েলি কলিন্সকে। ম্যাচের ফল ৬-১, ৬-০। সেখানেই তিনি বলেন, ‘‘যুক্তরাষ্ট্র ওপেন নিয়ে আমার অনুভূতির নিয়ে অনেক কিছুই রয়েছে যা আমি বলতে চাই। কিন্তু বলাটা কঠিন। কারণ যুক্তরাষ্ট্র ওপেনের অভিজ্ঞতা আমার কাছে অম্লমধুর।’’

তবে এ দিনও বিশ্বের ছয় নম্বর টেনিস খেলোয়াড় ওসাকা সেরিনার বিরুদ্ধে কোনও আঙুল তোলেননি। বলেন, ‘‘যুক্তরাষ্ট্র ওপেন জেতার পরের দিন থেকেই ওই বিষয়টি নিয়ে ভাবিনি। কারণ আমার কাছে ওটা মোটেও সুখকর অভিজ্ঞতা ছিল না।’’ ওসাকা আরও বলেন, ‘‘গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জিতলে কার না আনন্দ হয়। এর বাইরে আর কিছুই মনে রাখতে চাই না।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন