Harleen Deol

Harleen Deol: বিস্ময়কর! হারলিনের নেওয়া ক্যাচ দেখে বললেন মোদী, অনুপ্রেরকের কথা জানালেন হারলিন

হারলিনের সেই ক্যাচ দেখে মুগ্ধ সুরেশ রায়না। ফিল্ডার হিসেবে ভারতীয় দলে নজর কেড়েছিলেন তিনিও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৭:৪৮
Share:

ক্যাচ দেখে অবাক স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

উপস্থিত বুদ্ধি এবং অসাধারণ দক্ষতায় হারলিন দেওলের নেওয়া ক্যাচে মুগ্ধ নেটাগরিকরা। ক্যাচ নেওয়ার সেই ভিডিয়ো এখনও ঘুরে বেড়াচ্ছে নেটমাধ্যমে। সেই ক্যাচ দেখে অবাক স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও

Advertisement

ভারতের মহিলা দল ইংল্যান্ডে টি২০ সিরিজ খেলতে ব্যস্ত। সেই সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের উইকেটরক্ষক অ্যামি জোন্সের ক্যাচ নেন হারলিন। বাউন্ডারিতে সেই ক্যাচ ধরে বুঝতে পেরেছিলেন লাইনের বাইরে চলে যাবেন। সঙ্গে সঙ্গে আকাশে ছুড়ে দেন বল। নিজেকে সামলে নিয়েই ভিতর থেকে লাফ। তালু বন্দি করলেন বলটাকে। সেই দেখে নরেন্দ্র মোদী লিখলেন, ‘বিস্ময়কর! দারুণ ক্যাচ হারলিন।’

ভারত সরকারের ইনস্টাগ্রামের পাতায় পোস্ট করা হয় ক্যাচের ভিডিয়ো। সেখানে লেখা হয়, ‘এটা না দেখা থাকা যায় না। দারুণ ক্যাচ নিল ভারতের হারলিন। মেয়েদের ক্রিকেট ইতিহাসে এমন ক্যাচ দেখা যায়নি। অভিবাদন।’ সেই ভিডিয়োই ইনস্টাগ্রামের স্টোরিতে দিয়েছিলেন প্রধানমন্ত্রী।

Advertisement

মোদীর সেই পোস্ট। ছবি: ইনস্টাগ্রাম থেকে

হারলিনের সেই ক্যাচ দেখে মুগ্ধ সুরেশ রায়না। ফিল্ডার হিসেবে ভারতীয় দলে নজর কেড়েছিলেন তিনিও। রায়না টুইট করে লেখেন, ‘সাংঘাতিক! দুর্দান্ত ক্যাচ হারলিনের। আরও অনেক দূর যেতে হবে। দেশ তোমাকে নিয়ে গর্বিত। নিজে আরও উজ্জ্বল হয়ে ওঠো বাকিদের অনুপ্রেরণা দাও।’

রায়নার সেই টুইটে দেখা যায় মন্তব্য করেছেন স্বয়ং হারলিন। বিস্ময় ক্যাচের মালিক লেখেন, ‘ধন্যবাদ রায়না স্যর। এমন ফিল্ডিং করার জন্য ছোটবেলা থেকে আপনার খেলা দেখেই অনুপ্রেরণা পেয়েছি।’

হারলিনের ক্যাচ যদিও ম্যাচ জেতাতে পারেনি। বৃষ্টি বিঘ্নিত সেই ম্যাচ হেরে যায় ভারত। তবে নেটমাধ্যমে হারলিনের প্রশংসায় মুখর নেটাগরিকরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন