Controversy in Indian Boxing

বিতর্ক ভারতের বক্সিংয়ে! নাবালিকা বক্সারকে নির্যাতনের অভিযোগ মহিলা কোচের বিরুদ্ধে

রোহতকের জাতীয় বক্সিং অ্যাকাডেমির এক মহিলা কোচের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক নাবালিকা বক্সার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জুলাই ২০২৫ ১৩:১২
Share:

বক্সিংয়ে যৌন নির্যাতনের অভিযোগ। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভারতের এক খেলায় আবার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। হরিয়ানার রোহতকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (সাই)-এর অধীনে থাকা জাতীয় বক্সিং অ্যাকাডেমির এক মহিলা কোচের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এক নাবালিকা বক্সার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

ভারতীয় বক্সিং সংস্থা ও সাই জানিয়েছে, তাদের কাছেও অভিযোগ জমা পড়েছে। ১৭ বছর বয়সি এক বক্সার ওই কোচের বিরুদ্ধে অভিযোগ করেছেন। অভিযোগ পেয়ে তদন্ত করে দেখেছে দুই সংস্থাও। তবে তারা জানিয়েছে, কোচের বিরুদ্ধে কোনও প্রমাণ তারা পায়নি। এখন জাতীয় স্তরে যুব বক্সারদের শিবির সামলাচ্ছেন তিনি।

রোহতক থানায় দায়ের করা এফআইআরে নাবালিকা অভিযোগ করেছেন, এক বার জোর করে সকলের সামনে তাঁকে জামাকাপড় খুলতে বাধ্য করেন ওই কোচ। তাঁকে ওই কোচ অনেক বার চড় মেরেছেন। এমনকি, তাঁর চরিত্রের দিকে আঙুল তুলে সকলের সামনে তাঁর কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকিও নাকি দিয়েছেন তিনি। এই ঘটনায় ওই বক্সার শারীরিক ও মানসিক ভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

Advertisement

ভারতীয় ন্যায় সংহিতার ১১৫ ও ৩৫১ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে ওই কোচের বিরুদ্ধে। পাশাপাশি পকসো ধারাতেও মামলা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে আটক বা গ্রেফতার করেনি পুলিশ। তারা জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ উত্তাল হয়েছিল দেশ। বিনেশ ফোগাট, সাক্ষী মালিক, বজরং পুনিয়ার মতো দেশের প্রথম সারির কুস্তিগিরের দিল্লির যন্তরমন্তরে ধর্না দিয়েছিলেন। সেই ঘটনায় রাজনৈতিক অভিযোগ, পাল্টা অভিযোগও হয়েছিল। ব্রিজভূষণের বিরুদ্ধে মামলা দায়ের হয়। সেই মামলা এখনও বিচারাধীন। তার মধ্যেই এ বার ভারতের আর এক খেলায় একই অভিযোগ উঠল। তবে এ বার কাঠগড়ায় কোনও প্রশাসক নন, এক কোচ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement