Neeraj Chopra Met Narendra Modi

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সস্ত্রীক নীরজ

প্রধানমন্ত্রীর সাথে প্রথম বার ব্যক্তিগত ভাবে দেখা করলেন নীরজ। এর আগে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মোদীর আনুষ্ঠানিক সাক্ষাতে ছিলেন নীরজ।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৫ ০৯:৫৩
Share:

আলাপচারিতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে নীরজ ও হিমানী। x ছবি: পিটিআই।

২৩ ডিসেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সকালে নয়াদিল্লিতে তাঁর বাসভবনে টোকিয়ো অলিম্পিক্সে সোনা এবং প্যারিসে রুপোজয়ী নীরজ চোপড়া ও তাঁর স্ত্রী হিমানী মোরের সঙ্গে দেখা করলেন। সাক্ষাতের ছবি এক্স-হ্যান্ডলে পোস্ট করে মোদী লেখেন, ‘খেলাধুলা-সহ বিভিন্ন বিষয়ে আমাদের মধ্যে দুর্দান্ত আলাপচারিতা হয়েছে।’ চলতি বছর বিয়ে করেন নীরজ ও হিমানী।

প্রধানমন্ত্রীর সাথে প্রথম বার ব্যক্তিগত ভাবে দেখা করলেন নীরজ। এর আগে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে মোদীর আনুষ্ঠানিক সাক্ষাতে ছিলেন নীরজ। চলতি বছরের জানুয়ারিতে হিমানী মোরেকে বিয়ে করেন নীরজ। জাতীয় স্তরের টেনিস খেলোয়াড় ছিলেন ভারতের সোনার ছেলের স্ত্রী।

টেনিসকে বিদায় জানিয়ে ক্রীড়া ব্যবস্থাপনার জগতে প্রবেশ করেছেন হিমানী। বর্তমানে তিনি আমেরিকায় পড়াশোনা এবং কাজ করছেন। পাশাপাশি মার্কিন মুলুকে কলেজ পর্যায়ের মহিলা টেনিস দলগুলির কোচিং ও পরিচালনার সাথেও যুক্ত আছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন