Cricket

শূন্য রানে ৬ উইকেট নিয়ে টি ২০-তে বিশ্বরেকর্ড অঞ্জলির, ম্লান চহারের রেকর্ডও

বাঁ হাতি অঞ্জলির বিধ্বংসী বোলিংয়ে ১০.১ ওভারে মলদ্বীপ শেষ হয়ে যায় ১৬ রানে।

Advertisement

সংবাদ সংস্থা

পোখরা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ ১৮:২৮
Share:

টি টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং রেকর্ডের মালকিন নেপালের অঞ্জলি। ছবি— টুইটার থেকে।

অভিষেক ম্যাচেই বিশ্বরেকর্ড নেপালের বাঁ হাতি মিডিয়াম পেসার অঞ্জলি চাঁদের। ১৩ তম সাউথ এশিয়ান গেমসে সোমবার নেপালের ম্যাচ ছিল মলদ্বীপের বিরুদ্ধে।

Advertisement

অঞ্জলির দাপটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মলদ্বীপের ইনিংস। ২.১ ওভার হাত ঘুরিয়ে অঞ্জলি তুলে নেন ছ’টি উইকেট। একটি রানও খরচ করেননি তিনি। মলদ্বীপের ছ’ জন ব্যাটসম্যান খাতা না খুলেই তাঁর বলে প্যাভিলিয়নে ফেরেন। তাঁদের মধ্যে তিনজনের গোল্ডেন ডাক। শেষ তিন উইকেট নিয়ে হ্যাটট্রিকও সেরে ফেলেন অঞ্জলি।

বাঁ হাতি অঞ্জলির বিধ্বংসী বোলিংয়ে ১০.১ ওভারে মলদ্বীপ শেষ হয়ে যায় ১৬ রানে। ব্যাট করতে নেমে নেপাল পাঁচ বলেই জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।

Advertisement

আরও পড়ুন: এই অস্ট্রেলিয়াকে হারাতে পারে একমাত্র ভারত, বলছেন মাইকেল ভন

বাংলাদেশের বিরুদ্ধে টি ২০ ম্যাচে দীপক চহার ৭ রানে ৬টি উইকেট নিয়েছিলেন। সেটা ছিল ছেলেদের টি ২০ ক্রিকেটে সেরা বোলিং পারফরম্যান্স।

সাউথ এশিয়ান গেমসের এই টি ২০ ম্যাচে অঞ্জলি শূন্য রানে ৬টি উইকেট নেওয়ায় চহারের স্পেলকেও এখন ম্লান দেখাচ্ছে। ছেলে হোক বা মেয়ে — আন্তর্জাতিক টি ২০ ক্রিকেটে অঞ্জলির থেকে বিধ্বংসী বোলিং আগে কেউ কখনও করেননি।

মলদ্বীপের ইনিংসের সপ্তম ওভারে বল করতে আসেন অঞ্জলি। সেই সময়ে মলদ্বীপ চার উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকছিল। স্কোর বোর্ডে তাদের রান তখন মাত্র ১৫। বল করতে এসে বাকি কাজটা করেন অঞ্জলি। মেয়েদের টি ২০ ক্রিকেটে অঞ্জলির আগে সব চেয়ে ভাল বোলিংয়ের রেকর্ড ছিল মালয়েশিয়ার মাস এলিসার।

চিনের বিরুদ্ধে এলিসা ৬ রানে নিয়েছিলেন তিন-তিনটি উইকেট। সেই ম্যাচে ১৪ রানে অল আউট হয়ে গিয়েছিল চিন। এ দিন অঞ্জলি ছাপিয়ে গেলেন সবাইকে। গড়লেন নতুন বিশ্বরেকর্ড।

আরও পড়ুন: বিপদের হাত থেকে বাঁচলেন লাবুশানে, ফিল্ডিং করার সময়ে হেলমেটে লাগল বল

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন