রাশিয়া বিশ্বকাপে অনিশ্চিত নয়্যার

গত সেপ্টেম্বরে চোট পান নয়্যার। তার পর থেকেই মাঠের বাইরে তিনি। সম্প্রতি মাঠে ফিরছেন নয়্যার। বায়ার্ন মিউনিখের হয়ে অনুশীলনও শুরু করেছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ মে ২০১৮ ০৫:২৫
Share:

রাশিয়ায় বিশ্বকাপ শুরু হওয়ার ৩৬ দিন আগে ধাক্কা জার্মানি শিবিরে। চোটের কারণে অনিশ্চিত এক নম্বর গোলরক্ষক মানুয়েল নয়্যার।

Advertisement

গত সেপ্টেম্বরে চোট পান নয়্যার। তার পর থেকেই মাঠের বাইরে তিনি। সম্প্রতি মাঠে ফিরছেন নয়্যার। বায়ার্ন মিউনিখের হয়ে অনুশীলনও শুরু করেছেন। কিন্তু বায়ার্ন ম্যানেজার য়ুপ হাইনকেস বলেছেন, ‘‘শনিবার স্টুটগার্টের বিরুদ্ধে বুন্দেশলিগার শেষ ম্যাচে খেলতে পারবে না নয়্যার। ওর জন্য দরজা খোলা রয়েছে। তবে ১৯ মে আইনত্রাখ ফ্রাঙ্কফুর্টের বিরুদ্ধে জার্মান কাপ ফাইনালে নয়্যার খেলতে পারবে কি না, সেটাই এখন দেখার।’’

নয়্যারের সাম্প্রতিক মন্তব্যেই তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় আরও বেড়েছে। ২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি জাতীয় দলের গোলরক্ষক বলেছেন, ‘‘বিশ্বকাপে খেলতে পারব কি না, সেটা এই মুহূর্তে বলার মতো জায়গায় নেই। তা ছাড়া কোনও অনুশীলন ম্যাচ না খেলে বিশ্বকাপে যাওয়ার পক্ষপাতীও নই আমি।’’ তিনি আরও বলেছেন, ‘‘এখন আমি ভাল আছি। চেষ্টা করছি দ্রুত ফিট হয়ে ওঠার। তবে সব চেয়ে আগে ভাবতে হবে জার্মানির জাতীয় দলের কথা। তার পরেই বিশ্বকাপে খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’’

Advertisement

জার্মানির জাতীয় দলের জেনারেল ম্যানেজার এবং প্রাক্তন ফুটবলার অলিভার বিয়েরঅফ অবশ্য নয়্যারকে নিয়ে আশাবাদী। তিনি বলেছেন, ‘‘বিশ্বকাপের আগেই নয়্যার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে বলে আমি মনে করি।’’ তিনি যোগ করেছেন, ‘‘শুধু নয়্যার নয়। চোট পাওয়া সব ফুটবলারদের সঙ্গেই নিয়মিত আমাদের কথা হচ্ছে। ওরা কী ভাবে দ্রুত ছন্দে ফেরে তা নিয়ে আলোচনা হচ্ছে। ৪ জুন ২৩ সদস্যের দল নথিভুক্ত করার শেষ দিন। তাই এখনও কিছুটা সময় আছে।’’

একা নয়্যার নন, জার্মানির জাতীয় দলের আর এক তারকা জেহোম বোয়াটেংকে নিয়েও উদ্বেগ বাড়ছে শিবিরে। রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন বায়ার্ন ডিফেন্ডার। যদিও বোয়াটেং বলেছেন, ‘‘আমি এখন আগের চেয়ে অনেক সুস্থ। আশা করছি, বিশ্বকাপে খেলতে পারব।’’ বিশ্বকাপে জার্মানির সঙ্গে একই গ্রুপে রয়েছে মেক্সিকো, সুইডেন ও দক্ষিণ কোরিয়া। ১৭ জুন প্রথম ম্যাচে থোমাস মুলাররা খেলবেন মেক্সিকোর বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন