লক্ষ্য সেনের নয়া লক্ষ্যভেদ

বিশ্বের এক নম্বর জুনিয়র খেলোয়াড় লক্ষ্যকে সম্প্রতি পাঠানো হয়েছিল প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন পিটার গেডের অধীনে অনুশীলনের জন্য। যিনি এখন ফ্রান্সের জাতীয় দলের প্রধান কোচ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৭ ০৪:২৩
Share:

কীর্তিমান: বুলগেরিয়ায় ট্রফি নিয়ে লক্ষ্য সেন। টুইটার

বয়স ষোলো। গত বছরই সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে নজর কেড়ে নিয়েছিল। এ বার বুলগেরিয়া ওপেন ইন্টারন্যাশনাল সিরিজ জিতে নিল ভারতের উঠতি ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন।

Advertisement

বুধবারই ষোলো বছরে পা দেওয়া লক্ষ্য বৃহস্পতিবার ফাইনালে হারিয়ে দেয় টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই ক্রোয়েশিয়ার জভোনোমির দারকিজাককে। ফল লক্ষ্যের পক্ষে ১৮-২১, ২১-১২, ২১-১৭। এর আগে সেমিফাইনালে লক্ষ্য হারায় শ্রীলঙ্কার দিনুকা করুনারত্নেকে ২১-১৯, ২১-১৪।

বিশ্বের এক নম্বর জুনিয়র খেলোয়াড় লক্ষ্যকে সম্প্রতি পাঠানো হয়েছিল প্রাক্তন অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন পিটার গেডের অধীনে অনুশীলনের জন্য। যিনি এখন ফ্রান্সের জাতীয় দলের প্রধান কোচ।

Advertisement

গত ফেব্রুয়ারিতে সিনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছিল লক্ষ্য। তাঁর কোচ বিমল কুমার বলেন, ‘‘দারুণ কৃতিত্ব এটা লক্ষ্যর জন্য। ও এখনও জুনিয়র। কিন্তু এখন থেকেই টুর্নামেন্ট জেতার ক্ষমতা দেখাতে শুরু করে দিয়েছে। এটা খুব ভাল লক্ষণ। আমরা পাঁচ জন খেলোয়াড়কে ১০ দিনের জন্য ফ্রান্সের জাতীয় দলের সঙ্গে প্র্যাকটিসের জন্য পাঠিয়েছিলাম। পিটার গেডের প্রশিক্ষণে ওর লাভ হয়েছে।’’ সঙ্গে তিনি আরও যোগ করেন, ‘‘টুর্নামেন্টটাও ওর দারুণ গিয়েছে। প্রথম রাউন্ডেই ও শীর্ষবাছাই স্যাম পারসন্সকে হারিয়ে দিয়েছে লক্ষ্য। ও এ বছর জুনিয়র জাতীয় চ্যাম্পিয়ন, সিনিয়র বিভাগেও ফাইনালিস্ট। জাতীয় পর্যায়ে এইচ এস প্রণয়ের মতো খেলোয়াড়কে হারানোরটা ওকে অনেক আত্মবিশ্বাস দিয়েছে। তাই আমার মনে হয় ঠিকঠাক গড়ে তুলতে পারলে ভবিষ্যতে ও আরও অনেক সাফল্য পাবে।’’ এর পরে লক্ষ্যর লক্ষ্য কী? কোচ বললেন, ‘‘দু’মাসের মধ্যে ও ভিয়েতনাম গ্রঁ প্রি খেলবে এর পরে জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপ।’’ গত বছর লক্ষ্য ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিরিজও জিতেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন