মুম্বইয়ের নতুন নীল জার্সিতে সুব্রত, রণবীর, সুনীলদের সঙ্গে আনেলকা।
ফ্রান্সের জাতীয় দলের নীল জার্সি গায়ে বহু সাফল্য পেয়েছেন। চেলসির নীল জার্সিতেও সফল তিনি। আর এ বছর মুম্বই সিটি এফসি-র জার্সির সেই পয়া নীল রঙই তাঁকে সাফল্য ধরে রাখতে সাহায্য করবে বলে বিশ্বাস নিকোলাস আনেলকার।
জার্সির এই নীল রঙ নিয়ে মুম্বইয়ে তিনি বলেন, ‘‘আমাদের জার্সির রং নীল। এর আগে নীল জার্সিতে আমি জাতীয় দল ও চেলসিতে সাফল্য পেয়েছি। আশা করি, এ বছর নীল জার্সিতেই মুম্বই সিটি এফসি-কেও চ্যাম্পিয়ন করব।’’
তাঁর উপর ফিফার পাঁচ ম্যাচের নির্বাসন থাকায় গতবারের আইএসএলে প্রথম তিনটি ম্যাচ খেলতে পারেননি আনেলকা। সেই সময় ভারতের ফুটবল পরিবেশ এবং আবহাওয়ার সঙ্গেও মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। এ বার পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। মুম্বই টিমটার কোচ এবং মার্কি প্লেয়ার তিনি নিজেই। দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। তবে এটাকেই চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন সনি নর্ডিদের কোচ। ‘‘কোচ বা ফুটবলার প্রত্যেকেই টিমকে জেতাতে চায়। তাই আমার লক্ষ্যও একটাই। ম্যাচ জেতা। চাপের কোনও প্রশ্ন-ই নেই,’’ বলছিলেন ক্লাব ফুটবলে দেড়শোর উপর গোল করা এই ফরাসি স্ট্রাইকার।
গত বছর ১৪ ম্যাচের মধ্যে মাত্র চারটিতে জিতে মুম্বই সাতে শেষ করেছিল। তবে আনেলকার মতে এ বার টিমটা অনেক বেশি শক্তিশালী। আর তাই নিজের টিম নিয়ে তিনি বেশ আশাবাদী। বলছিলেন, ‘‘আমাদের টিম খুবই শক্তিশালী। ভাল ভাল স্ট্রাইকার রয়েছে এ বার মুম্বই সিটি এফসিতে। আশা করছি, প্রত্যেকেই গোল করে টিমকে জেতাবে।’’ এর সঙ্গে যোগ করেন, ‘‘অনেক সময় টিমে ভাল স্ট্রাইকার থাকা সত্ত্বেও গোল হয় না। তবে আমার টিমে এমন কোনও অঘটন হবে বলে মনে করি না। কারণ, প্রস্তুতি ম্যাচে আমাদের স্ট্রাইকাররা প্রত্যেকেই গোল পেয়েছে।’’
আনেলকার মুম্বই যখন দ্বিতীয় আইএসএল জিততে মুখিয়ে রয়েছে, তখন গোয়াতে ড্যারেল ডাফির হুঙ্কার, ‘‘এ বার আমরাই আইএসএল চ্যাম্পিয়ন হব। প্রাক মরসুমের প্রস্তুতির পর বলতে পারি আমাদের টিমের মধ্যে ভাল বোঝাপড়া তৈরি হয়েছে।’’ আই লিগে সফল এই স্কটিশ স্ট্রাইকারের এটাই প্রথম আইএসএল। সে জন্যই বোধহয় বাড়তি তেতে রয়েছেন তিনি। বলছিলেন, ‘‘আইএসএলে বিশ্বের অনেক তারকা খেলে। তাদের মাঝে নিজেকে প্রমাণ কারাটাই তো আসল চ্যালেঞ্জ। আর আমার একমাত্র লক্ষ্য ধারাবাহিক ভাবে গোল করে এফসি গোয়াকে চ্যাম্পিয়ন করা।’’
গোয়ার প্রথম ম্যাচ ৩ অক্টোবর দিল্লি ডায়নামোসের সঙ্গে। মুম্বই সিটি আবার ৫ অক্টোবর আইএসএল-টু-র অভিযান শুরু করবে এফসি পুণে সিটির বিরুদ্ধে।