নয়া লড়াই সাইনার

গত  সপ্তাহে চিন ওপেনের প্রথম রাউন্ডে ছিটকে যাওয়ার পরে সাইনা নেহওয়ালের পরবর্তী চ্যালেঞ্জ কোরিয়া ওপেন। যা

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২৭
Share:

হতাশ সাইনা নেহওয়াল। —ফাইল চিত্র

গত সপ্তাহে চিন ওপেনের প্রথম রাউন্ডে ছিটকে যাওয়ার পরে সাইনা নেহওয়ালের পরবর্তী চ্যালেঞ্জ কোরিয়া ওপেন। যা শুরু হচ্ছে মঙ্গলবার থেকে। এ ছাড়া নজরে রয়েছেন ভারতের আর এক সিঙ্গলস তারকা সমীর বর্মাও। প্রতিযোগিতায় ভারতের জার্সিতে অবশ্য দেখা যাবে না কিদম্বি শ্রীকান্তকে। সাইনা এই প্রতিযোগিতায় পঞ্চম বাছাই। বিশ্ব র‌্যাঙ্কিংয়ে তিনি আছেন ১০ নম্বরে। এ মরসুমে বড় টুর্নামেন্টে সাইনা ভাল খেলেছেন। গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে সোনা এবং জাকার্তা এশিয়ান গেমসে জিতেছেন ব্রোঞ্জ। তবে বিশ্ব ব্যাডমিন্টন সংস্থার ইভেন্টে তিনি ধারাবাহিক ভাবে ভাল খেলতে পারছেন না চলতি মরসুমে। জাপান ওপেনে সুং জি হিউনের বিরুদ্ধে হেরে ছিটকে যাওয়ার হতাশা মেটাতে নিশ্চিত ভাবে মরিয়া হয়ে থাকবেন সাইনা। তাঁর প্রথম রাউন্ডে প্রতিদ্বন্দ্বী কোরিয়ার কিম হায়ো মিন। তবে এই বাধা পেরোতে পারলে সাইনার সামনে কোয়ার্টার ফাইনালে কঠিন লড়াই অপেক্ষা করতে পারে। তাঁকে খেলতে হতে পারে তৃতীয় বাছাই নজোমি ওকুহারার বিরুদ্ধে। পুরুষদের সিঙ্গলসে সমীর বর্মার কাঁধে বড় দায়িত্ব। শ্রীকান্ত পরপর জাপান এবং চিন ওপেনে খেলার ফলে এই টুর্নামেন্টে নামছেন না। সমীরকে চোট-আঘাতের সমস্যা চলতি মরসুমে ভুগিয়েছে ঠিকই, তবে তিনি ফিট থাকলে ভাল পারর্ফম করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন