কুলদীপ নিয়ে অঙ্ক কষা শুরু নিউজিল্যান্ডের   

ভারতীয় দলের দুই স্পিনার— কুলদীপ এবং যুজবেন্দ্র চহালকে নিয়ে উইলিয়ামসন বলেন, ‘‘দু’জনেই খুব প্রতিভাবান বোলার।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৭ ০৩:৪৯
Share:

নজরে: কুলদীপকে নিয়ে সতর্ক নিউজিল্যান্ড ক্যাপ্টেন। ফাইল চিত্র

ভারতের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগেই ভাবনায় কুলদীপ যাদব। যাঁকে নিয়ে অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে নিউজিল্যান্ড শিবিরের। অধিনায়ক কেন উইলিয়ামসন ভারতীয় স্পিনারকে নিয়ে সতর্ক। আবার কোচ মাইক হেসন জানাচ্ছেন, তাঁরা যথেষ্ট খবরাখবর নিয়েই এসেছেন এই চায়নাম্যান সম্পর্কে।

Advertisement

ভারতীয় দলের দুই স্পিনার— কুলদীপ এবং যুজবেন্দ্র চহালকে নিয়ে উইলিয়ামসন বলেন, ‘‘দু’জনেই খুব প্রতিভাবান বোলার। আইপিএলে খেলার অভিজ্ঞতা ওদের মানসিকতাকে আরও মজবুত করে তুলেছে। আমরা জানি ওরা খুব কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে আমাদের জন্য। তবে ছেলেরাও সেই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য মুখিয়ে আছে।’’

কুলদীপ নিয়ে যে নিউজিল্যান্ড শিবিরে বাড়তি ভাবনা আছে, তা পরিষ্কার হয়ে যাচ্ছে তাদের অধিনায়কের কথায়, ‘‘বিশ্বে চায়নাম্যান বোলার বেশি নেই। তবে যে ক’জন আছে, তারা ভালই খেলছে। সাফল্য পাচ্ছে। কূলদীপের দক্ষতা সম্পর্কে আমরা ওয়াকিবহাল।’’

Advertisement

আরও পড়ুন: অবসাদে আত্মঘাতী আইজলের প্রাক্তন ফুটবলার, শোকের ছায়া ফুটবল মহলে

নিউজিল্যান্ড কোচ হেসন আবার মনে করেন, আইপিএলের অভিজ্ঞতা তাঁর দলের ক্রিকেটারদের সাহায্য করবে কুলদীপকে সামলাতে। হেসন বলেন, ‘‘আইপিএলে আমাদের বেশ কয়েক জন ক্রিকেটার কুলদীপকে খেলেছে। এমনকী কুলদীপ যে টিমের খেলোয়াড়, সেই কলকাতা নাইট রাইডার্সেও নিউজিল্যান্ডের ক্রিকেটার ছিল। ফলে ওর সম্পর্কে খবরাখবর যা পাওয়ার তা আমরা পাচ্ছি।’’

নিউজিল্যান্ড কোচের মতে, রিস্ট স্পিনারকে কে কেমন খেলবে, সেটা এক এক জন এক ভাবে ঠিক করে। ‘‘কেউ ধরুন বোলারের হাত দেখে বোঝার চেষ্টা করে কেমন বল হবে। কেউ শূন্যে ডেলিভারিটা দেখে, কেউ পিচ পড়ার পরে। তবে এটাও কিন্তু মনে রাখতে হবে, রিস্ট স্পিনারদের বিরুদ্ধে রানও করা যায়,’’ বলেছেন নিউজিল্যান্ড কোচ।

ভারতীয় দল থেকে দুই অভিজ্ঞ স্পিনার— আর. অশ্বিন এবং রবীন্দ্র জাডেজাকে বাইরে রেখেছেন নির্বাচকেরা। যা নিয়ে উইলিয়ামসনকে প্রশ্ন করা হয়, ভারতীয় নির্বাচকদের এই সিদ্ধান্তে কি আপনি অবাক হয়েছেন? নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, ‘‘ভারতীয় দলে প্রতিভাবান ক্রিকেটারের অভাব নেই। ভারতীয়রা টানা খেলেও চলেছে। ফলে এটা খুব স্বাভাবিক যে, কোনও কোনও সময় ওদের কয়েক জন ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হবে।’’ এর পরেই উইলিয়ামসন বলেছেন, ‘‘আমাদের দেশেও এ রকম হয়। যখন টানা খেলতে হয়, আমরাও ক্রিকেটারদের বিশ্রাম দিই। এ ছাড়া কোনও রাস্তাও নেই। তবে আমরা এটা জানি, ভারত যে দলই নামাক না কেন, সেটা শক্তিশালীই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন