একশো ম্যাচ নেমারের

বিশেষ জার্সি উপহার দেওয়া নিয়ে নেমারের মন্তব্য, ‘‘দেশের জার্সিতে ১০০ ম্যাচ খেলার মতো মুহূর্তের সামনে আসতে পেরে দারুণ লাগছে।’’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৯ ০৩:২৪
Share:

নজির: বেবেতোর সঙ্গে বিশেষ জার্সি নিয়ে নেমার। এএফপি

সেনেগালের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচের আগে দেশ ও ক্লাবের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা শোনা গেল ব্রাজিল তারকা নেমার দা স্যান্টোস (জুনিয়র)-এর মুখে। সিঙ্গাপুরে এই লড়াই দেশের জার্সিতে নেমারের ১০০তম ম্যাচে নামার বিশেষ মুহূর্তও। তাই ব্রাজিল ফুটবল সংস্থা নেমারকে বিশেষ একটি জার্সিও উপহার দেয়। যে অনুষ্ঠানে ছিলেন প্রাক্তন ব্রাজিল তারকা বেবেতো।

Advertisement

নেমার বলেন, ‘‘ব্রাজিল ও ক্লাব দল নিয়ে আমি খুব খুশি। সবাই জানে দলবদলের সময়ে কী হয়েছে। আমার কী ইচ্ছা ছিল প্রথমে। তবে এখন স্বচ্ছন্দ লাগছে ক্লাব দলেও। মরসুমের শুরুটাও ভাল হয়েছে আমার জন্য। ক্লাবের জন্য সর্বস্ব উজাড় করে দেব।’’ বিশেষ জার্সি উপহার দেওয়া নিয়ে নেমারের মন্তব্য, ‘‘দেশের জার্সিতে ১০০ ম্যাচ খেলার মতো মুহূর্তের সামনে আসতে পেরে দারুণ লাগছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement