অনুশীলনে না-নেমে শাস্তির মুখে নেমার

নেমারের বাবা অবশ্য দাবি করেছেন, পিএসজিকে জানিয়েই অনুশীলনে যাননি ব্রাজিল তারকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৯ ০৫:৪৮
Share:

নেইমার জুনিয়র। —ফাইল চিত্র

নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)-কে নিয়ে আগেই মোহভঙ্গ হয়েছিল প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) কর্তাদের। এ বার সরাসরি সংঘাত শুরু হয়ে গেল দু’পক্ষের মধ্যে। অনুশীলনে যোগ না দেওয়া ব্রাজিলীয় তারকার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার পথে পিএসজি কর্তৃপক্ষ।

Advertisement

কোপা আমেরিকা শুরু হওয়ার ঠিক আগে ব্রাজিল অনুশীলনে পায়ে চোট পেয়ে দল থেকে ছিটকে যান নেমার। তাঁকে ছাড়াই বারো বছর পরে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ফুটবলপ্রেমীদের একাংশের মতে নেমার দল ছিটকে যাওয়ায় অনেক বেশি সংঘবদ্ধ দেখিয়েছে গ্যাব্রিয়েল জেসুস, রবের্তো ফির্মিনোদের। যা নবম কোপা আমেরিকা জিততে সাহায্য করেছে ব্রাজিলকে। সোমবারই পিএসজির অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল নেমারের। ক্লাবের ওয়েবসাইটে তা ঘোষণাও করা হয়েছিল। কিন্তু ব্রাজিল তারকাকে দেখা যায়নি অনুশীলনে। যা নিয়ে প্রচণ্ড ক্ষুব্ধ পিএসজি কর্তারা। ফ্রান্সের সংবাদমাধ্যমের দাবি নেমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন তাঁরা।

নেমারের বাবা অবশ্য দাবি করেছেন, পিএসজিকে জানিয়েই অনুশীলনে যাননি ব্রাজিল তারকা। তিনি বলেছেন, ‘‘ব্রাজিলে নিজের স্বেচ্ছাসেবী সংস্থার অনুষ্ঠান নিয়ে ব্যস্ত নেমার। এক বছর আগেই এই অনুষ্ঠানের কথা জানানো হয়েছিল পিএসজিকে। ফলে কোনও অবস্থাতেই এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া সম্ভব ছিল না। ১৫ জুলাই অনুশীলনে যোগ দেবে নেমার।’’ শাস্তি দেওয়া শুধু নয়, নেমারকে ছেড়ে দিতেও তৈরি পিএসজি। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লিয়োনার্দো বলেছেন, ‘‘নেমারকে নেওয়ার জন্য কেউ যদি আমাদের ভাল প্রস্তাব দেয়, সে-ক্ষেত্রে ওকে ছেড়ে দেওয়া হবে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন