আরও উন্নতি চান নেমার

গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল বার্সেলোনার অন্দরমহলে চলছে মেসি ও নেমারের ঠান্ডা যুদ্ধ। ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে, মেসির উপর এতটাই রেগে আছেন নেমার যে আগামী মরসুমে রেকর্ড অর্থে ম্যাঞ্চেস্টার ইউনাইটে়ডে সই করতে চলেছেন ব্রাজিলীয় মহাতারকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০৩:৪৮
Share:

ছবি সংগৃহীত।

গত কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল বার্সেলোনার অন্দরমহলে চলছে মেসি ও নেমারের ঠান্ডা যুদ্ধ।

Advertisement

ব্রিটিশ প্রচারমাধ্যমের মতে, মেসির উপর এতটাই রেগে আছেন নেমার যে আগামী মরসুমে রেকর্ড অর্থে ম্যাঞ্চেস্টার ইউনাইটে়ডে সই করতে চলেছেন ব্রাজিলীয় মহাতারকা। কিন্তু সে সব জল্পনা উড়িয়ে নেমার জানিয়ে দিলেন বার্সেলোনায় তাঁর সাফল্যের পিছনে অন্যতম কারণ মেসি। ‘‘বার্সেলোনায় আমার প্রায় চার বছর হতে চলল। এই চার বছরে আমাকে অনেক সাহায্য করেছে মেসি। বিশেষ করে শুরুর সে সব দিনে। প্রথম দিকে বার্সেলোনায় মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল। কিন্তু মেসি আমার পাশে ছিল,’’ বলছেন নেমার।

দুটো লা লিগা। চ্যাম্পিয়ন্স লিগ। কোপা দেল রে। ক্লাব বিশ্বকাপ। বার্সেলোনা জার্সিতে প্রতিটা ট্রফি জিতেছেন নেমার। ব্রাজিলীয় তারকা জানিয়ে দিলেন প্রতিটা ম্যাচের আগে মেসির টিপস তাঁকে নিজের সেরাটা দিতে আরও উদ্বুদ্ধ করে। ‘‘পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার আমাকে যখন বলে মাথা ঠান্ডা রেখে নিজের খেলাটা খেলতে তখন আপনাআপনি উদ্বুদ্ধ হয়ে যাই,’’ বলছেন নেমার।

Advertisement

শুধু মেসি নয়। সুয়ারেজের প্রশংসায় পঞ্চমুখ নেমার আরও বলছেন, ‘‘সুয়ারেজও কোনও অংশে কম যায় না। ও বিশ্বের সেরা ফুটবলারদের মধ্যে একজন।’’

ফুটবল-সম্রাট পেলের মতে মেসি-রোনাল্ডোর মতো একদিন ব্যালন ডি’অর জিতবেন নেমার। নেমার বলছেন, ‘‘গত দশ বছর ধরে ধারাবাহিক ভাবে নিজেদের সেরাটা দিয়ে যাচ্ছে মেসি আর রোনাল্ডো। দু’জনকেই আমার খুব ভাল লাগে। এদের সঙ্গে নিজের তুলনা করতে চাই না।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘আমি ভাগ্যবান মেসির সঙ্গে খেলতে পেরে। ওর থেকে অনেক কিছু শিখছি। আশা করছি আরও উন্নতি করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement