নেমারের ‘অভিনয়’ নিয়ে আলোচনা চলছে এখনও

প্রাক-মরসুম প্রস্তুতি প্রতিযোগিতা আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপ খেলতে এই মুহূর্তে সিঙ্গাপুরে পিএসজি। আজ, সোমবার আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচ তাদের। নেমার অবশ্য এখনও দলে যোগ দেননি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৮ ০৪:১৩
Share:

রাশিয়ায় বিশ্বকাপ শেষ হওয়ার সপ্তাহ দু’য়েক পরেও আলোচনার কেন্দ্রে নেমার দা সিলভা স্যান্টোস (জুনিয়র)। প্রতিযোগিতা চলাকালীনই ব্রাজিলীয় তারকা ফাউল আদায়ের জন্য অভিনয় করেন বলে অভিযোগ করেছিলেন মার্কো ফান বাস্তেন-সহ একাধিক প্রাক্তন তারকা ও কোচ। কিন্তু প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) ম্যানেজার থোমাস টুসেল দাঁড়ালেন নেমারের পাশেই।

Advertisement

প্রাক-মরসুম প্রস্তুতি প্রতিযোগিতা আন্তর্জাতিক চ্যাম্পিয়ন্স কাপ খেলতে এই মুহূর্তে সিঙ্গাপুরে পিএসজি। আজ, সোমবার আতলেতিকো দে মাদ্রিদের বিরুদ্ধে ম্যাচ তাদের। নেমার অবশ্য এখনও দলে যোগ দেননি। টুসেল বলেছেন, ‘‘নেমার অসাধারণ প্রতিভাবান ফুটবলার। সাফল্য ও ব্যর্থতা কী ভাবে সামলাতে হয়, তা খুব ভালই জানে।’’ তিনি আরও বলেছেন, ‘‘ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়ানো সব সময়ই কঠিন। কিন্তু আমি নিশ্চিত, নেমার সেটা দুর্দান্ত ভাবেই করবে। আমি ওকে সাহায্য করব। নেমারের সঙ্গে কথাও বলব এ ব্যাপারে। তবে আমাদের মধ্যে কী কথা হবে, তা কেউ জানবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement