কর ফাঁকি দেওয়ায় নেইমারের জরিমানা

গোল করছেন, ফর্মে ফিরেছেন, দলকে জেতাচ্ছেন কিন্তু মাঠের বাইরের সমস্যা পিছু ছাড়ছে না নেইমারের। আয়কর ফাঁকি দেওয়ার দায়ে এবার নেইমারের উপর ৪৫ মিলিয়ন ইউরোর চাপ। আগেই তাঁর ব্যাক্তিগত বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল আদালত।

Advertisement
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ২৩:১৪
Share:

গোল করছেন, ফর্মে ফিরেছেন, দলকে জেতাচ্ছেন কিন্তু মাঠের বাইরের সমস্যা পিছু ছাড়ছে না নেইমারের। আয়কর ফাঁকি দেওয়ার দায়ে এবার নেইমারের উপর ৪৫ মিলিয়ন ইউরোর চাপ। আগেই তাঁর ব্যাক্তিগত বেশ কিছু সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল আদালত। এবার করের সঙ্গে সুদ ও সময় মতো ট্যাক্স না দেওয়ার জন্য আর্থিক জরিমানাও করা হয়েছে। তবে এর বিরুদ্ধে আবেদন জানাতে পারেন নেইমার।

Advertisement

আদালতের বক্তব্য অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ ২০১২ থেকে ২০১৪র মধ্যে নেইমারের ম্যানেজমেন্ট সংস্থা নির্ধারিত কর দিতে পারেনি। এছাড়াও নেইমারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ২০১৩তে স্যান্টস থেকে বার্সেলোনায় যাওয়ার সময়ও তাঁর ট্রান্সফার নিয়েও দুর্নিতি হয়েছে।

আরও খবর

Advertisement

চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন