নেমার বিশ্বের সেরা, বলছেন পেলে

এক সাক্ষাৎকারে পেলে বলেছেন, ‘‘এই মুহূর্তে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেমার ছাড়া আর কোনও মহাতারকা নেই বিশ্ব ফুটবলে। আমি নিশ্চিত, দক্ষতার বিচারে নেমারই এই মুহূর্তে সেরা।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ০৫:০৩
Share:

মুগ্ধ: নেমারকে সবার থেকে এগিয়ে রাখছেন পেলে।

নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-কে নিয়ে বরবারই উচ্ছ্বসিত পেলে। এ বার তাঁকে বিশ্বের সেরা ফুটবলারের আখ্যা দিলেন ফুটবল সম্রাট!

Advertisement

বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার ওয়েবসাইটে দেওয়া এক সাক্ষাৎকারে পেলে বলেছেন, ‘‘এই মুহূর্তে লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও নেমার ছাড়া আর কোনও মহাতারকা নেই বিশ্ব ফুটবলে। আমি নিশ্চিত, দক্ষতার বিচারে নেমারই এই মুহূর্তে সেরা।’’

ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার যোগ্য যে নেমার-ই, খোলাখুলি বলছেন পেলে। বলেছেন, ‘‘এই মুহূর্তে ব্রাজিলের প্রধান ফুটবলার নেমার। তবে ক্লাব ও জাতীয় দলে খেলার মধ্যে পার্থক্য রয়েছে। ক্লাবের হয়ে নেমার বাঁ প্রান্ত থেকে আক্রমণে ওঠে। কিন্তু জাতীয় দলে ও খেলে সেন্ট্রাল মিডফিল্ড পজিশনে। তবে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি নেমার।’’

Advertisement

রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারেও আশাবাদী ফুটবল সম্রাট। পেলে বলেছেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রয়েছে ব্রাজিলের এই দলটার।’’ সঙ্গে অবশ্য যোগ করেছেন, ‘‘জার্মানিকে আমি সব সময়ই গুরুত্ব দিয়েছি। এ ছাড়া আর্জেন্তিনা শেষ পর্যন্ত যেতে পারে।’’

পেলে অবশ্য চিন্তিত ফুটবলারদের টানা ম্যাচ খেলা নিয়ে। বলেছেন, ‘‘আমরা যখন খেলতাম, তখন পরিস্থিতি অন্য রকম ছিল। প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পেতাম আমরা। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। ব্রাজিলের অধিকাংশ ফুটবলারই বিদেশে খেলে। তাই প্রস্তুতি নেওয়ার সুযোগ অনেক কম। এই কারণেই সম্প্রতি বেশ কিছু টুর্নামেন্টে আমাদের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘শক্তিশালী জাতীয় দল গড়া এখন একেবারেই সহজ নয়। কারণ, একটা ক্লাব একসঙ্গে একাধিক দুর্ধর্ষ ফুটবলার থাকে। জাতীয় দলে কিন্তু তা হয় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন