মাঠের বাইরে বসেই ট্রফি জয় দেখলেন নেমার

এদিকে রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান নেমারকে নিয়ে গুজব প্রসঙ্গে কোনও সুনির্দিষ্ট মন্তব্য করতে চাননি। মঙ্গলবার করিম বেঞ্জেমাদের অনুশীলনের শেষে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘‘নেমার আমার দলের ফুটবলার না। তাই এই আলোচনায় আমি থাকতে চাই না। আমার এখন একটাই লক্ষ্য। চলতি ফুটবল মরসুমটা ভাল ভাবে শেষ করা।’’ 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ মে ২০১৮ ০৪:৩২
Share:

উৎসব: ফরাসি কাপে প্যারিস সাঁ জারমাঁ চ্যাম্পিয়ন হওয়ার পরে ট্রফি নিয়ে নেমার ও এমবাপে। এএফপি

নেমার দ্য সিলভা স্যান্টোস জুনিয়রের প্যারিস সাঁ জারমাঁ (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে অন্তহীন জল্পনা থামার নয়। আর তাতে নিয়মিত রসদ জুগিয়ে যাচ্ছে স্পেনের সংবাদ মাধ্যমগুলি।

Advertisement

এমনই এক সংবাদের দাবি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো চান না ব্রাজিলীয় মহাতারকা রিয়ালে আসুন। তাতে নাকি প্রচারের আলো থেকে তাঁকে সরে যেতে হতে পারে।

সবাই জানেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ ভীষণ রকম চান নেমার তাঁদের ক্লাবে খেলুন। এমনকী তিনি একাধিক বার তাঁর ইচ্ছের কথা প্রকাশ্যেই বলেছেন।

Advertisement

গত গ্রীষ্মেই বার্সেলোনা ছেড়ে রেকর্ড মূল্যে নেমার সই করেন পিএসজি-তে। প্যারিসে প্রথম মরসুমে ভাল ফর্মে থাকলেও চোটের জন্য তাঁকে ছিটকে যেতে হয়। রিওয় তাঁর অস্ত্রোপচার হয়। রিহ্যাবও। মাত্র কয়েক দিন আগে তিনি প্যারিসে ফিরেছেন। এখনও দলের সঙ্গে অনুশীলন না করলেও নেমার ফরাসি ক্লাবের ফাইনালে মাঠে উপস্থিত থেকে সতীর্থদের উৎসাহিত করেন। লেস হেয়ারভিকে ২-০ হারিয়ে চ্যাম্পিয়ন হয় পিএসজি-ই।

এদিকে রিয়াল মাদ্রিদ ম্যানেজার জিনেদিন জিদান নেমারকে নিয়ে গুজব প্রসঙ্গে কোনও সুনির্দিষ্ট মন্তব্য করতে চাননি। মঙ্গলবার করিম বেঞ্জেমাদের অনুশীলনের শেষে সাংবাদিক সম্মেলনে এই প্রসঙ্গ উঠলে তিনি বলেন, ‘‘নেমার আমার দলের ফুটবলার না। তাই এই আলোচনায় আমি থাকতে চাই না। আমার এখন একটাই লক্ষ্য। চলতি ফুটবল মরসুমটা ভাল ভাবে শেষ করা।’’

এমন একটা অবস্থায় প্রাক্তন জার্মান তারকা পল ব্রাইটনার বলে বসেছেন, ‘‘আমি জানি পরের মরসুমে নেমার রিয়ালেই খেলবে। শুধু তাই নয়, ও দলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠবে।’’ প্রসঙ্গত অসাধারণ মিডফিল্ডার ব্রাইটনার রিয়ালেরও প্রাক্তন ফুটবলার। সান্তিয়াগো বের্নাবাউয়ে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে দ্বিতীয় লেগের খেলার সময় তিনি গ্যালারিতেই ছিলেন। নিজের পুরনো ক্লাবের কর্তাদের সঙ্গেও অনেকটা সময় তিনি কাটিয়েছেন।

স্পেনের কাগজগুলির খবর পিএসজি-তে সই করার মতোই রিয়ালেও নেমার রেকর্ড অর্থেই যোগ দিতে পারেন। তাঁর জন্য নাকি রিয়াল ভারতীয় মুদ্রায় প্রায় বাইশ হাজার কোটি টাকা খরচ করতেও প্রস্তুত। এবং ব্রাজিলীয় মহাতারকা ফুটবলার নাকি নিজেও স্পেনে ফিরতে মরিয়া।

এদিকে রিয়ালের আর একটি সূত্রের দাবি শুধু নেমার না, তারা লিভারপুলের মিশরীয় তারকা মহম্মদ সালাহকে দলে নেওয়া ব্যাপারেও অনেকটাই এগিয়ে গিয়েছে। স্পেনেরই একটি সংবাদপত্রের দাবি, সমস্যাটা হচ্ছে সালাহ যে পরিমাণ অর্থ দাবি করছেন তা দিতে রাজি নয় রিয়াল। লিভারপুলের হয়ে এই মরসুমে ৪৩ গোল করা মিশরীয় তারকা চান মরসুমে প্রায় ১২০ কোটি টাকা। তা ছাড়া তাঁকে এত টাকা দেওয়া হলে আপত্তি করতে পারেন রোনাল্ডো, সের্খিও র‌্যামোসরা। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, ম্যা়ঞ্চেস্টার সিটিও পরিস্থিতির উপর নজর রাখছে

বলে খবর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন