Sports News

শুভেচ্ছা জানিয়ে বিদায় জানানো হল নিকোলাই অ্যাডামকে

শেষ পর্যন্ত ভারতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নিকোলাই অ্যাডাম। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই নানা অভিযোগ উঠছিল। তখনই তাঁকে সরিয়ে দেওয়ার কথা থাকলেও বাধ সাধে ক্রীড়ামন্ত্রক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:২৯
Share:

সদ্য প্রাক্তন হওয়া ভারতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল কোচ নিকোলাই অ্যাডাম। ছবি: সংগৃহীত।

শেষ পর্যন্ত ভারতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল কোচের পদ থেকে সরে দাঁড়ালেন নিকোলাই অ্যাডাম। তাঁর বিরুদ্ধে বেশ কয়েকদিন ধরেই নানা অভিযোগ উঠছিল। তখনই তাঁকে সরিয়ে দেওয়ার কথা থাকলেও বাধ সাধে ক্রীড়ামন্ত্রক। কয়েকমাস পরেই ভারতের মাটিতে বসতে চলেছেন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলের আসর। তার আগে এতদিনের কোচকে সরিয়ে দেওয়ার বিপক্ষে থাকলেও শেষ পর্যন্ত মেনে নিয়েছে তারা। ফেডারেশন অবশ্য জানিয়েছে দু’পক্ষের সহমতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব ভারতীয় ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস বলেন, ‘‘অনূর্ধ্ব-১৭ জাতীয় দল তৈরিতে নিকোলাই যেভাবে কাজ করেছে তার জন্য আমরা ওর কাছে কৃতজ্ঞ। ভবিষ্যতের জন্য ওকে শুভেচ্ছা জানাই।’’

Advertisement

আরও খবর: কোচ ছাড়াই যুব বিশ্বকাপের শিবির শুরু

২০১৫ এপ্রিলে এই দলের দায়িত্ব নিয়েছিলেন নিকোলাই। লক্ষ্য ছিল ২০১৭ বিশ্বকাপ। কিন্তু নিকোলাইকে সমস্যায় ফেলে দিল ফুটবলার ও সাপোর্ট স্টাফদের লিখিত অভিযোগ। যেখানে সকলেরই অভিযোগ ছিল, নিকোলাই মারধোর করে। ওর কোচিংয়ে খেলবে না বলে জানিয়ে দেয় ফুটবলাররা। এআইএফএফ সভাপতি প্রফুল পটেলের সঙ্গে আলোচনায় বসলে সেখানে তাঁকে সরে যেতে বলা হয়। নতুন কোচের খোঁজ শুরু হয়ে গিয়েছে। কুশল দাস বলেন, ‘‘নতুন কোচ আনার কাজ শুরু হয়ে গিয়েছে। খুব দ্রুত চলে আসবে কোচ।’’ দায়িত্ব ছেড়ে নিকেলাই অ্যাডাম বলেন, ‘‘আমি এআইএফএফ-এর কাছে কৃতজ্ঞ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দলকে বিশ্বকাপের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন