Advertisement
০৭ মে ২০২৪

কোচ ছাড়াই যুব বিশ্বকাপের শিবির শুরু

ভারতীয় ফুটবলে কি এটা নজিরবিহীন ঘটনা? দিল্লির ফুটবল হাউসের কেউ নিশ্চিত করে বলতে না পারলেও জানাচ্ছেন, সাম্প্রতিক অতীতে এ রকম ঘটনা কখনও দেখা যায়নি এ দেশের জাতীয় টিমে। সেটাই ঘটছে আজ গোয়ায়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:১৪
Share: Save:

ভারতীয় ফুটবলে কি এটা নজিরবিহীন ঘটনা?

দিল্লির ফুটবল হাউসের কেউ নিশ্চিত করে বলতে না পারলেও জানাচ্ছেন, সাম্প্রতিক অতীতে এ রকম ঘটনা কখনও দেখা যায়নি এ দেশের জাতীয় টিমে। সেটাই ঘটছে আজ গোয়ায়।

চাপের মুখে যুব বিশ্বকাপে অনূর্ধ্ব ১৭ জাতীয় দলের কোচ নিকোলাই অ্যাডাম পদত্যাগ করতে রাজি হয়েছেন। আজ মঙ্গলবার তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে খবর। তাঁর চেয়েও বড় খবর অবশ্য আজ গোয়ায় ভারতীয় যুব বিশ্বকাপ দলের অনুশীলন শুরু হচ্ছে কোচ ছাড়াই। আরও মজার ব্যাপার হল, কোচহীন টিমের অনুশীলন পরিচালনা করার মূল দায়িত্ব যাঁর উপর বর্তেছে সেই স্কট ও’ডোনেলও পদত্যাগ করে বসে আছেন। তাঁরও কয়েক দিনের মধ্যে দেশে চলে যাওয়ার কথা। আট মাস দূরেই বিশ্বকাপ। ৬-২০ অক্টোবর হবে টুর্নামেন্ট। এই সময় বিশ্বের বাকি অংশগ্রহণকারী ২৩টি দেশ যখন প্রস্তুতির শেষ পর্যায়ে তখন সংগঠক ভারতের টিমে চূড়ান্ত ডামাডোল। যা খবর, ইউথ ডেভলপমেন্টের দায়িত্বে থাকা স্যাভিও মেদেইরা আর রিচার্ড হুড সামনের দু’মাস দায়িত্ব সামলাবেন। তার পর আসবেন নতুন কোচ। এবং তিনি এসে এখন যে ২৮ জন অনুশীলন করছেন তাদের অনেককে বাদ দিয়ে নতুন টিম হয়তো বেছে নেবেন। এবং সব থেকে বড় কথা প্রস্তুতির জন্য নতুন কোচ হাতে সময় পাবেন মাত্র ছয় মাস।

জানা গিয়েছে, জার্মান কোচ নিকোলাইয়ের পরিবর্তে নতুন কোচ বাছার জন্য বিজ্ঞাপন দিতেই হবে ফেডারেশনকে। কারণ এর জন্য স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার স্পষ্ট নির্দেশ আছে। কোচের মাইনের তিরিশ শতাংশ দেয় সাই। ফলে নিকোলাইয়ের জায়গায় কোনও কোচ বেছে নিলেও তাঁকে নিয়োগ করার প্রক্রিয়া শেষ করে অনুমোদন দিতে দু’মাস লাগবেই। ফলে শুধু মাত্র কোচ নিয়ে ডামাডোলের জন্যই দেশের মাটিতে সংগঠক হিসাবে যুব বিশ্বকাপের মূলপর্বে খেলার দূর্লভ সুযোগ পাওয়া সত্ত্বেও ভারতীয় দল সেই সুযোগ নিতে পারছেন না। ফেডারেশনের এক কর্তা বললেন, ‘‘এই সময় কোচ সরালে টিমের উপর প্রভাব পড়বেই। আমরা সরাতেই চাইনি। কিন্তু ফুটবলাররা রাশিয়া থেকে ফিরে মারধর-সহ যে সব অভিযোগ এনেছেন তাতে ওকে না সরালে ফেডারেশনই শাস্তির মুখে পড়ে যেত।’’ অসহায় ফেডারেশন কর্তারা তাই টিমের ক্ষতি হচ্ছে দেখেও কিল হজম করছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

U-17 Indian Team Coach World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE