আইএসএল

আনেলকার ভারতে পা, গোল ত্রেজেগুয়ের

ভারতে পৌঁছে গেলেন বিশ্ব ফুটবলের অন্যতম বিতর্কিত স্ট্রাইকার নিকোলাস আনেলকা। শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছন আর্সেনাল, চেলসি, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাসইউরোপের প্রায় সব কঠিন লিগে বড় দলের জার্সি গায়ে খেলা এই প্রাক্তন ফরাসি বিশ্বকাপার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৪
Share:

মুম্বই বিমানবন্দরে আনেলকার সঙ্গে হাত মেলানোর হুড়োহুড়ি। ছবি: পিটিআই

ভারতে পৌঁছে গেলেন বিশ্ব ফুটবলের অন্যতম বিতর্কিত স্ট্রাইকার নিকোলাস আনেলকা। শুক্রবার সকালে মুম্বই বিমানবন্দরে এসে পৌঁছন আর্সেনাল, চেলসি, রিয়াল মাদ্রিদ, জুভেন্তাসইউরোপের প্রায় সব কঠিন লিগে বড় দলের জার্সি গায়ে খেলা এই প্রাক্তন ফরাসি বিশ্বকাপার।

Advertisement

আনেলকার আগমন ঘিরে এ দিন সকাল থেকেই বিমানবন্দরে তাঁর ছবি দেওয়া ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন মুম্বইয়ের ফুটবল সমর্থকরা। ছিলেন মুম্বই সিটি এফসি-র কোচ পিটার রিড-ও। আনেলকা যেমন গোল করার জন্য পরিচিত, তেমনই বিতর্কের জন্য বহু বার শিরোনামে এসেছেন। তাঁকে দলে পাওয়ার পর উচ্ছ্বসিত মুম্বইয়ের ব্রিটিশ কোচ রিড। টুইটারে পোস্ট করেন, “ভারতে তোমাকে স্বাগতম। আর্সেনাল, বোল্টন হয়ে এ বার তুমি মুম্বই সিটি এফসি-র।”

আইএসএলে মুম্বইয়ের দলটির দুই ফুটবলার পিটার রিডের তুরুপের তাস। এর মধ্যে গোল করার দায়িত্ব আনেলকার ঘাড়ে, আবার গোলের দরজা বন্ধ করার দায়িত্ব গত মরসুমেই চ্যাম্পিয়ন্স লিগ খেলা ম্যানুয়েল ফ্রিডরিখের। বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার ইতিমধ্যেই মুম্বইয়ের সঙ্গে অনুশীলনে মজেছেন। আর আনেলকা মুম্বইয়ে পা দিয়েই মুখিয়ে দলের সঙ্গে অনুশীলনে নামতে।

Advertisement

ফ্রিডরিখের সামনে আবার আইএসএলে দেল পিয়েরো, লুইস গার্সিয়ার মতো ফুটবলারদের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জ নয়, ভারতের আবহাওয়াই চিন্তায় ফেলে দিয়েছে। ভারতে খেলতে এসে ফ্রিডরিখ বলেছেন, “এই নিয়ে দ্বিতীয় বার ভারতে এলাম। ফুটবল নিয়ে ভারতীয়রা সত্যিই খুব আবেগপ্রবণ। আপাতত ভারতের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি।”

প্রথম ম্যাচেই ফ্রিডরিখের সামনে গার্সিয়া-র আটলেটিকো দে কলকাতা। ফ্রিডরিখ বলছেন, “প্রস্তুতি ভালই চলছে। আমি নিজেও খুব খাটছি দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। ভারতের মাঠগুলো অন্য রকম। আমি জানি ফুটবল এ দেশের এক নম্বর খেলা নয়। আশা করি, আইএসএল খেলাটার আরও বেশি প্রচারে সাহায্য করবে।” সঙ্গে এটাও বলতে ভুলছেন না, “আনেলকা আর লিউনবার্গ মুম্বই দলের সঙ্গে যোগ দেওয়ায় আমরা আরও শক্তিশালী হয়েছি। দু’জনের বিরুদ্ধে অনেক বার খেলেছি। এ বার ওদের পাশে খেলতে মুখিয়ে আছি।”

আইএসএলের প্রথম মরসুমেই বাজিমাত করতে পারে মুম্বই, আপাতত সেটাই আশা করছেন ফ্রিডরিখ। বলেছেন, “আশা করছি আমার প্রথম মরসুম ভালই কাটবে মুম্বইয়ের সঙ্গে। পরিকল্পনা মতো এগোতে পারলে মুম্বই চ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা রাখে।”

এ দিকে, মুম্বইতে যখন নেমে পড়েছেন আনেলকা, তখন এফসি পুণে সিটির জার্সি গায়ে প্র্যাকটিস ম্যাচে গোল করেই চলেছেন আর এক ফরাসি তারকা ডেভিড ত্রেজেগুয়ে। ইতালীয় কোচ ফ্রাঙ্কো কলম্বা-র কোচিংয়ে পুণের হয়ে শুরু থেকেই ছন্দে তাদের দলের মার্কি ফুটবলার ত্রেজেগুয়ে। আগের প্র্যাকটিস ম্যাচে ওএনজিসি-কে ৩-১ হারিয়েছিল তাঁর দল। এফসি পুণে সিটি-র হয়ে তৃতীয় গোলটি করেছিলেন ত্রেজেগুয়ে। এ দিন আসন্ন আই লিগে পুণের চ্যালেঞ্জ করিম বেঞ্চারিফার পুণে এফসি-কে ২-০ হারাল আইএসএলের পুণের দল। প্রথমার্ধে ইকুয়াটোরিয়াল গিনি-র ফুটবলার ইভান বোলাদোর গোলে এগিয়ে গিয়েছিল এফসি পুণে সিটি। দ্বিতীয়ার্ধে ফ্রিকিক থেকে দর্শনীয় গোল করে যান ত্রেজেগুয়ে। এ ছাড়া রক্ষণে জোড়া ইতালীয় ডিফেন্ডার ড্যানিয়েল ম্যাগ্লিওশেত্তি ও ব্রুনো সিরিলো-র খেলাও প্রশংসিত হয়েছে।

পুণে থেকে করিম বললেন, “ডুরান্ড কাপের আগে ত্রেজেগুয়ের টিমের বিরুদ্ধে এই প্রস্তুতি ম্যাচ দলের জুনিয়রদের আত্মবিশ্বাস বাড়াবে। দিল্লিতে দশ দিনের আবাসিক শিবির শুরু হচ্ছে। সেখানে আইএসএলের দিল্লির টিমের বিরুদ্ধেও অনুশীলন ম্যাচ খেলব আমরা।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন