Ballon d'Or

নব্বইয়ের দশকের ব্যালন ডি’অর-রা আজ কোথায়

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অথবা লিওনেল মেসি। শেষ সাত বছর ব্যালন ডি অর পাওয়ার বিষয়ে এই দু’টি নামের অন্যথা দেখেনি ফুটবলবিশ্ব। চলতি বছরেও এই নিয়মের হেরফের হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অথচ একটা সময় ছিল, যখন প্রতি বছর আলাদা ফুটবলার বিশ্ব সেরা এই পুরস্কার পেত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৬ ১৬:১৯
Share:

নব্বিইয়ের ব্যালন ডি’অর

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অথবা লিওনেল মেসি। শেষ সাত বছর ব্যালন ডি অর পাওয়ার বিষয়ে এই দু’টি নামের অন্যথা দেখেনি ফুটবলবিশ্ব। চলতি বছরেও এই নিয়মের হেরফের হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অথচ একটা সময় ছিল, যখন প্রতি বছর আলাদা ফুটবলার বিশ্ব সেরা এই পুরস্কার পেত। লোথার ম্যাথেউজ থেকে মার্কো ফন বাস্তেন, বিখ্যাত ফুটবলারদের ছড়াছড়ি সেই তালিকায়। এখন এদের কেউ ফুটবল ম্যানেজার তো কেউ নিজের ব্যবসা সামলাচ্ছেন। কেউ বা আবার রাষ্ট্রপুঞ্জের শুভেচ্ছা দূতের দায়িত্ব পালন করছেন। এক নজরে দেখে নেওয়া যাক নব্বইয়ের দশকের সেই ব্যলন ডি’অর-দের এবং তাঁদের বর্তমান অবস্থা।

Advertisement

আরও পড়ুন- বিরাট ছাড়া এই ক্রিকেটাররাও বল বিকৃতির অভিযোগে জড়িয়েছেন!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement