সায়ন্তিকার পাশে লকেট চট্টোপাধ্যায়, নিত্যদিন চেহারার গড়ন নিয়ে আলোচনা, কী বললেন বিজেপি নেত্রী?

অভিনেত্রী থেকে নেত্রী হয়েছেন লকেট চট্টোপাধ্যায়। তেমনই সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও বহু দিন ক্যামেরা থেকে দূরে। কিছু দিন হল, তিনিও রাজনীতিতে। চেহারার গড়ন নিয়ে দু’জনেই বার বার আক্রমণের শিকার।

Advertisement
শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫ ১০:৫৯
Share:

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের পাশে লকেট চট্টোপাধ্যায় ছবি: সংগৃহীত।

টলিপাড়ার তারকাদের অনেকেই ইদানীং রাজনীতির ময়দানে। সেই তালিকায় রয়েছে লকেট চট্টোপাধ্যায়, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, জুন মালিয়ার নাম। রাজনীতিতে এলেও সম্প্রতি সায়নীকে দেখা গিয়েছে বড়পর্দায়। নিয়মিত অভিনয়চর্চায় না থাকা এবং একইসঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে কিছু অভিনেত্রীর চেহারায় হয়তো কিছু পরিবর্তন হয়েছে, যা হয়তো স্বাভাবিক। কিন্তু এই বিষয়টি নিয়েই তাঁরা অনবরত সমালোচনার শিকার হয়েছেন বা হচ্ছেন! এই বিষয়ে কী বললেন লকেট?

Advertisement

চেহারার গড়ন নিয়ে তাঁকেও বিপুল আলোচনার সম্মুখীন হতে হয়েছে। প্রায় ১০-১২ বছর হল ক্যামেরা থেকে দূরে অভিনেত্রী লকেট। ফলে তাঁর ছিপছিপে গড়নেও এখন অনেক পরিবর্তন এসেছে। একই পরিবর্তন লক্ষ করা গিয়েছে সায়ন্তিকার ক্ষেত্রেও। প্রকাশ্যে অনেকের কাছে চেহারার জন্য কথাও শুনতে হয়েছে অভিনেত্রীকে। সমাজমাধ্যমে ভরে গিয়েছে নেতিবাচক মন্তব্যের ভিড়ে। এই আলোচনা, সমালোচনা অত্যন্ত বিরক্তির কারণ বলে মনে করেন লকেট।

লকেট এবং সায়ন্তিকার দু’জনেরই রাজনৈতিক মতাদর্শ আলাদা। কিন্তু এ ক্ষেত্রে সায়ন্তিকার পাশে লকেট। তিনি বলেন, “যাঁরা আমরা রাজনীতির জগতের সঙ্গে যুক্ত তাঁদের খাওয়া-দাওয়ার কোনও ঠিক থাকে না। হয়তো দুপুরের খাবারই খাই আমরা বিকেল ৫টায়। তা হলে আর চেহারা থাকবে কী করে? আর তা ছাড়া কাজে মন দেব, না নিজের চেহারা নিয়ে ভাবব?”

Advertisement

এর আগে এই প্রসঙ্গ উঠলে অভিনেত্রী তথা তৃণমূল বিধায়ক সায়ন্তিকাও একই উত্তর দিয়েছিলেন। সেই সুরেই সুর মেলালেন বিজেপি নেত্রী লকেট। তিনি যোগ করেন, “সায়ন্তিকাকে যদি কেউ চেহারা নিয়ে আক্রমণ করে থাকেন সেটা একেবারেই অনুচিত। কারণ, যদি আমরা অভিনয় করি তখন অবশ্যই চেহারার দিকে নজর দেব। যখন যেটা করব সেটাই মন দিয়ে করতে চাই।” লকেট মনে করেন, চেহারা নিরিখে যদি কেউ বিচার করেন তা হলে তা সত্যি নিন্দনীয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement