India Open

ব্যাডমিন্টনের অন্ধকার দিন! ১৫ বছর পরে ইন্ডিয়ান ওপেনের শেষ আটে নেই কোনও ভারতীয়

দীর্ঘ ১৫ বছর পরে আবার অন্ধকার দিন ফিরে এল ভারতীয় ব্যাডমিন্টনে। শেষ আটে কোনও ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় উঠতে পারলেন না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৩ ২২:৪৪
Share:

সাইনা হেরে যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় শূন্য হয়ে গেল ইন্ডিয়ান ওপেন। —ফাইল চিত্র

শেষ বার ২০০৮ সালের ইন্ডিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে কোনও ভারতীয় শাটলার উঠতে পারেননি। দীর্ঘ ১৫ বছর পরে আবার অন্ধকার দিন ফিরে এল ভারতীয় ব্যাডমিন্টনে। শেষ আটে কোনও ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় উঠতে পারলেন না। শেষ আশা ছিলেন সাইনা নেহওয়াল। তিনিও হেরে গিয়েছেন।

Advertisement

মাত্র তিন দিনেই সব ভারতীয় প্রতিযোগী বেরিয়ে গেলেন প্রতিযোগিতা থেকে। প্রথম দিন লক্ষ্য সেনের কাছে হেরে গিয়েছিলেন এইচএস প্রণয়। হেরেছিলেন পিভি সিন্ধুও। দ্বিতীয় দিন হেরে যান কিদম্বি শ্রীকান্ত। বিশ্বের এক নম্বর শাটলার ভিক্টর অ্যাক্সেলসনের কাছে হারেন তিনি।

তৃতীয় দিনের শুরুটা হয় ভারতের ডাবলস জুটির হার দিয়ে। খেলার আগেই হ্যামস্ট্রিংয়ে টান ধরে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডির। ফলে চিনা প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে নামতেই পারেননি চিরাগ-সাত্ত্বিক জুটি। ওয়াকওভার পেয়ে যান চিনা প্রতিপক্ষ। পুরুষদের আরও একটি জুটি কৃষ্ণপ্রসাদ গরগ ও বিষ্ণু গৌড় পঞ্জলও নিজেদের ম্যাচে হেরে যান।

Advertisement

ভারতকে বড় ধাক্কা দেয় লক্ষ্যের হার। ডেনমার্কের রাসমস গেমকের কাছে তিন গেমের লড়াইয়ে হেরে যান ভারতীয় শাটলার। ফলে সব দায়িত্ব এসে পড়ে সাইনার ঘাড়ে। কিন্তু চিনের চেন ইউ ফেইয়ের কাছে স্ট্রেট গেমে হেরে যান সাইনা। তিনি হেরে যেতেই ভারতীয়দের আশা শেষ হয়ে যায়। ১৫ বছর পরে আবার ইন্ডিয়ান ওপেন ভারতীয়-হীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন