বোর্ডের ‘ড্রিম টিম’য়ে নেই সৌরভ, বেশি ভোট দ্রাবিড়কে

ক্রিকেট ভক্তদের বিচারে সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলে জায়গা পেলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। অথচ টেস্ট দলের কখনও স্থায়ী সদস্য না হওয়া সত্ত্বেও ৬২ শতাংশ ভোট পেয়ে দ্বাদশ ব্যক্তি যুবরাজ সিংহ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৬ ০৪:১৬
Share:

ক্রিকেট ভক্তদের বিচারে সর্বকালের সেরা ভারতীয় টেস্ট দলে জায়গা পেলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement

অথচ টেস্ট দলের কখনও স্থায়ী সদস্য না হওয়া সত্ত্বেও ৬২ শতাংশ ভোট পেয়ে দ্বাদশ ব্যক্তি যুবরাজ সিংহ।

কানপুরে পাঁচশো টেস্টের মাইলস্টোন উপলক্ষ্যে সমর্থকদের সেরা টেস্ট একাদশের ‘ড্রিম টিম’ বেছে নেওয়ার সুযোগ দিয়েছিল ভারতীয় বোর্ড। সোমবার যা প্রকাশ হওয়ার পর দেখা যায় সমর্থকরা সবচেয়ে বেশি ভোট দিয়েছেন রাহুল দ্রাবিড়কে (৯৬ শতাংশ)। সবচেয়ে কম কানপুরে রেকর্ড গড়ে ভারতকে প্রথম টেস্টে জেতানো অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন (৫৩ শতাংশ)।

Advertisement

দুই ওপেনার সুনীল গাওস্কর (৬৮ শতাংশ) ও বীরেন্দ্র সহবাগ (৮৬ শতাংশ)। এ ছাড়া ব্যাটিং অর্ডার অনুযায়ী আছেন দ্রাবিড়, সচিন তেন্ডুলকর (৭৩ শতাংশ), ভিভিএস লক্ষ্মণ (৫৮ শতাংশ), কপিল দেব (৯১ শতাংশ)। ক্যাপ্টেন ও উইকেট কিপার এমএস ধোনি (৯০ শতাংশ)।

বোলারদের মধ্যে অশ্বিন ছাড়া দ্বিতীয় স্পিনার অনিল কুম্বলে (৯২ শতাংশ)। আর দুই পেসার জাভাগল শ্রীনাথ (৭৮ শতাংশ) ও জাহির খান (৮৩ শতাংশ)।

কিন্তু সৌরভের মতো ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা ক্যাপ্টেন এবং জনপ্রিয় ক্রিকেটার এই দলে না থাকায় অনেকেই অবাক। যাঁর ১১৩টা টেস্টে ৪২.১৭ গড়ে ৭২১২ রান রয়েছে। সঙ্গে সেঞ্চুরি ১৬টা। যুবরাজের সেখানে ৪০ টেস্টে ৩৩.৯২ গড়ে রান ১৯০০। সেঞ্চুরি ৩টে। সমর্থকদের বিচারে হলেও সৌরভের জায়গা না পাওয়া দেখে অনেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করতে ছাড়েনি বোর্ডকে।

কানপুর টেস্টের পঞ্চম দিন বিসিসিআই এই ‘ড্রিম টিম’ ঘোষণা করার পর সোশ্যাল মিডিয়ায় সৌরভ ভক্তদের কেউ কেউ তো সরাসরি বলেই দেয়, ‘‘দাদা ছাড়া ভারতীয় ক্রিকেটে কোনও ড্রিম টিম হয় নাকি।’’ অনেকে আবার এমন টুইটও করেছেন, ‘‘দাদা নেই কেন এই টিমে? যে লোকটা ভারতকে বিদেশের মাঠে কী ভাবে জিততে হয় সেটা দেখাল, শেখাল। সেই লোকটাই নেই! এ আবার কেমন টিম হল?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement