ধর্মশালায় খেলা উচিত হবে না পাকিস্তানের, বললেন মানি

ধর্মশালায় ভারতের বিরুদ্ধে্ খেলা ঠিক হবে না বলে পাকিস্তান বোর্ডকে জানালেন এহসান মানি। প্রাক্তন আইসিসি চিফ এহসান মানির এই মন্তব্যে জটিলতা আরও বেড়েছে। দু’দিন আগেই ভারত-পাকিস্তান ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে পারবে না বলে কেন্দ্র সরকারকে জানিয়ে দিয়েছিল হিমাচল প্রদেশ সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৬ ১৬:৪৫
Share:

ধর্মশালায় ভারতের বিরুদ্ধে খেলা ঠিক হবে না বলে পাকিস্তান বোর্ডকে জানালেন এহসান মানি। প্রাক্তন আইসিসি চিফ এহসান মানির এই মন্তব্যে জটিলতা আরও বেড়েছে। দু’দিন আগেই ভারত-পাকিস্তান ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দিতে পারবে না বলে কেন্দ্র সরকারকে জানিয়ে দিয়েছিল হিমাচল প্রদেশ সরকার। কারণ, একমাস আগে পঠানকোটে জঙ্গি হামলায় যে সৈনিকরা মৃত্যু বরণ করেছিলেন তাঁদের অনেকেরই বাড়ি এই হিমাচল প্রদেশে। স্টেডিয়ামের আশ পাশেও রয়েছে অনেক সৈনিকের স্মৃতি সৌধ। এমন অবস্থায় পাকিস্তান সেখানে ভারতের বিরুদ্ধে খেললে সেই সব পরিবারকে আঘাত করা হবে। তাই সেখান থেকে পাকিস্তান-ভারত ম্যাচ অন্য কোনও ভেন্যুতে করার অনুরোধ জানিয়েছে হিমাচল প্রদেশের সরকার।

Advertisement

সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এহসান মানি এমনই কথা বলেছেন। পিসিবি-র বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবা উচিৎ। যখন সেখানে রাজ্য সরকারের তরফ থেকেই ব্যাপারটিকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে। তখন পিসিবি-র ভাবা উচিৎ বলে তিনি মনে করছেন। তিনি বলেন, ‘‘আমি পিসিবিকে বলব এই হুমকি কিন্তু হালকাভাবে না নিতে। কারণ, এটা প্লেয়ার, অফিশিয়ালদের নিরাপত্তার বিষয়। সঙ্গে যেসব সংবাদ মাধ্যম বা সমর্থকরা যাবেন তাদেরও নিরাপত্তার বিষয়।’’

যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে পাকিস্তানকে পুরো নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে। বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর পাকিস্তান বোর্ড আইসিসিকে জানানোর পরই এই তথ্য জানিয়েছেন পিসিবিকে। মানি পিসিবিকে উসকে দিয়ে আরও বলছেন, ‘‘আমৈার বিশ্বাস এটা যদি অস্ট্রেলিয়া টিমের ক্ষেত্রে হত তাহলে এতক্ষণে তারা নাম তুলে নিত। নিরাপত্তার কথা হবে যখন এই বছরের শুরুতেই বাংলাদেশে যুব বিশ্ব বিশ্বকাপ থেকে নাম তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া।’’ পাকিস্তানকে এই ব্যাপারে সরব হওয়ার উপদেশ দিয়েছেন মানি। তবে এখনও কিছু নিশ্চিত হয়নি। একান্তই ধর্মশালায় ম্যাচ না হলে উঠে আসছে কলকাতা ও মোহালির নাম।

Advertisement

আরও খবর

পঠানকোট: ধর্মশালার পিচ খোঁড়ার হুমকি হিমাচলের গোর্খা সম্প্রদায়ের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন