Novak Djokovic

Novak Djokovic: ছিটকে গেলেন রাফা, শেষ আটে নোভাক

ফরাসি ওপেনের আগে যা নিশ্চিত ভাবে বড় ধাক্কা স্প্যানিশ তারকার জন্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০২২ ০৭:৪৮
Share:

ফাইল চিত্র।

স্ট্যান ওয়ারিঙ্কাকে ৬-২, ৬-২ ফলে হারিয়ে রোম ওপেনে কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। সোমবার দানিল মেদভেদেভের এক নম্বরে ওঠা আটকাতে সার্বিয়ার তারকাকে আরও একটি ম্যাচ জিততে হবে।

Advertisement

তবে শেষ ষোলোর লড়াইয়ে ছিটকে গিয়েছেন রাফায়েল নাদাল। কানাডার তারকা ডেনিস শাপোভালভের কাছে নাদাল তিন সেট লড়াই করে হারেন। ফল ৬-১, ৫-৭, ২-৬। ফরাসি ওপেনের আগে যা নিশ্চিত ভাবে বড় ধাক্কা স্প্যানিশ তারকার জন্য।

এ দিন জয়ের পরে জোকোভিচ ও ওয়ারিঙ্কার মুখোমুখি জয়-হারের পরিসংখ্যান দাঁড়াল ২০-৬। ‘‘স্ট্যান দুটো কঠিন ম্যাচ জিতেছে আগে। দেখে দারুণ লাগছে। তবে এই ম্যাচে শুরু থেকে আমি যে রকম খেলেছি, তাতে সন্তুষ্ট,’’ জয়ের পরে বলেন জোকোভিচ। এ ছাড়া কোয়ার্টার ফাইনালে উঠেছেন আলেকজ়ান্ডার জ়েরেভ এবং স্টেফানোস চিচিপাসও।

Advertisement

এ দিকে, ইটালীয় ওপেনে ইগা শিয়নটেক স্ট্রেট গেমে ভিক্টোরিয়া আজ়ারেঙ্কাকে হারিয়ে শেষ আটে উঠেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement