চোট নিয়ে কেন প্রশ্ন, বিরক্তি নোভাকের

এখানেই থামেননি সার্বিয়ান মহাতারকা। পরিষ্কার বুঝিয়েছেন, টেনিসে হার-জিতটাই তাঁর জীবনে এখন আর শেষ কথা নয়। বললেন, ‘‘আমি দুই সন্তানের বাবা। তাই আমায় অন্য আরও অনেক কিছু নিয়ে ভাবতে হয়।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩১ মে ২০১৮ ০৪:৪০
Share:

জয়ী: রোলঁ গ্যারোজে তৃতীয় রাউন্ডে ওঠার পথে জকোভিচ। ছবি: এএফপি

তাঁর কনুইয়ের চোট নিয়ে বড্ড বেশি কথা হচ্ছে। এই প্রথম যা নিয়ে নিজের বিরক্তি গোপন করলেন না নোভাক জোকোভিচ।

Advertisement

স্পেনের জাউমে মুনারকে ৭-৬ (৭-১), ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে সাংবাদিক সম্মেলনে এসে কনুই প্রসঙ্গ উঠতেই বলে বসলেন, ‘‘দয়া করে এটা নিয়ে আপনারা (সাংবাদিকরা) বেশি ভাববেন না। আমার ভক্তদেরও একই কথা বলছি।’’ কেন এমন বললেন তাও ব্যাখ্যা করলেন, ‘‘পৃথিবীতে এর চেয়েও খারাপ অনেক কিছু ঘটছে। কত মানুষ না খেয়ে মারা যাচ্ছে।’’

এখানেই থামেননি সার্বিয়ান মহাতারকা। পরিষ্কার বুঝিয়েছেন, টেনিসে হার-জিতটাই তাঁর জীবনে এখন আর শেষ কথা নয়। বললেন, ‘‘আমি দুই সন্তানের বাবা। তাই আমায় অন্য আরও অনেক কিছু নিয়ে ভাবতে হয়। আগের মতো টেনিসই সব নয়।’’

Advertisement

জোকোভিচ নয়, রোলঁ গ্যারোজে অবশ্য এখনও লোকের মুখে সেরিনা উইলিয়ামসের ‘ক্যাট সুট’ প্রসঙ্গ। হঠাৎ কী হল মেয়েদের টেনিসের সর্বকালের অন্যতম সেরার? রহস্য উদ্ঘাটনে সেরিনা স্বয়ং তাঁর ভক্তদের সাহায্য করতে এগিয়ে এসে জানালেন, কন্যা সন্তানের জন্ম দেওয়ার পরে তিনি বুঝতে পারেন, তাঁর দেহে মাঝে মাঝেই রক্ত জমাট বেঁধে যাচ্ছে। তাই সাধারণ কেটে যাওয়া বা ছড়ে যাওয়ার পরে যাতে নতুন করে জটিলতা তৈরি না হয়, তাই ডাক্তারদের পরামর্শেই এমন পোশাক পরে প্যারিসে খেলছেন।

নিজের নতুন পোশাক নিয়ে অবশ্য মজাও করলেন, ‘‘ছোটবেলা থেকেই সুপারহিরোরা আমার প্রিয়। গতকাল খেলতে নেমে মনে হচ্ছিল আমি যেন, ওয়াকান্ডার রাজকুমারী!’’ ওয়াকান্ডা হল, ‘ব্ল্যাকপ্যান্থার’ ছবির কাল্পনিক পটভূমি। সেরিনার ভক্তেরা আপাতত অধীর অপেক্ষায়, ফরাসি ওপেনে তাঁর দৌড় কতদূর জানতে। বুধবার তিনি দিদি ভিনাসের সঙ্গে ডাবলসেও জিতলেন। হতে পারে তাঁর ‘সুপারহিরো’ হওয়াটাও এখন সময়ের অপেক্ষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement