এক নম্বরের দৌড়ে নাদালকে তাড়া করছেন নোভাক

হাঁটুর চোটে ভুগছেন এখন নাদাল। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মায়োরকায় সাফাইয়ের কাজে নেমেছিলেন স্পেনের তারকা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ০৩:৫৯
Share:

এটিপি র‌্যাঙ্কিংয়ে নাদালের পরেই দ্বিতীয় স্থানে জোকোভিচ। ছবি: এএফপি।

সাংহাই মাস্টার্সে চ্যাম্পিয়ন হওয়ায় মরসুম শেষে বিশ্বের এক নম্বর হিসেবে শেষ করার দৌড়ে রাফায়েল নাদালকে আরও চাপে ফেলে দিলেন নোভাক জোকোভিচ।

Advertisement

হাঁটুর চোটে ভুগছেন এখন নাদাল। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মায়োরকায় সাফাইয়ের কাজে নেমেছিলেন স্পেনের তারকা। সেই ছবি রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। সদ্য প্রকাশিত এটিপি র‌্যাঙ্কিংয়ে দেখা যাচ্ছে এখনও বিশ্বের এক নম্বর নাদাল থাকলেও তাঁর সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা জোকোভিচের রেটিং পয়েন্টের পার্থক্য এসে দাঁড়িয়েছে মাত্র ২১৫। নাদালের মোট পয়েন্ট ৭৬৬০। জোকোভিচের ৭৪৪৫। রজার ফেডেরার আছেন তিন নম্বরে। তাঁর পয়েন্ট ৬২৬০।

এখনও মরসুম শেষের ট্যুর ফাইনালসের আগে কয়েকটি প্রতিযোগিতা বাকি রয়েছে। যার মধ্যে এটিপি ১০০০ পর্যায়ের প্রতিযোগিতা প্যারিস মাস্টার্স। নাদাল যদি চোটের জন্য কোর্টে আর না নামতে পারেন জোকোভিচের কাছে এক নম্বরে ফিরে আসার দারুণ সুযোগ রয়েছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন