মহমেডান স্পোর্টিংয়ে কর্তার পরিবর্তন হয়। ভাবনার পরিবর্তন হয় না।
কোচকে না জানিয়েই দলের এক নম্বর বিদেশি ড্যানিয়েল বিদেমিকে দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছেন মহমেডান কর্তারা।
কখন? যখন আই লিগ টু চ্যাম্পিয়ন হওয়ার লড়াইতে আছে শতাব্দীপ্রাচীন ক্লাব। এখনও তিনটে গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে সাদা-কালো জার্সির। খবর শুনে হতাশ কোচ অনন্ত ঘোষ। বলে দিলেন, ‘‘বিদেমি খুব ভাল খেলছে। শেষ তিন ম্যাচে ওকে না পাওয়াটা সমস্যা হবে। বুঝতে পারছি না কী করব।’’
বৃহস্পতিবার অবশ্য আই লিগ টু-তে জিতল মহমেডান। মুম্বইয়ের পিফাকে হারাল ২-০। গোল করেন আদেলাজা আর অসীম বিশ্বাস। পাশাপাশি লিগ টেবলের শীর্ষে থাকা আইজল এফসি ০-২ হেরে যায় লোনস্টার কাশ্মীরের কাছে। তবে কলকাতার আর এক দল ইউনাইটেড ২-৩ হেরেছে চানমারির কাছে।
কলকাতায় মহমেডান ক্লাব সূত্রের খবর, এ দিনই ক্লাবের সঙ্গে চুক্তি শেষ হয়েছে বিদেমির। কিন্তু গত কয়েক ম্যাচে ভাল খেলা নাইজিরিয়ান ফরোয়ার্ডের চুক্তি বাড়াতে চাইছেন না কর্তারা। ক্লাবের আর্থিক অবস্থা নাকি খুব খারাপ। কর্তারা অবশ্য মুখে তা বলছেন না। কিছু দিন আগে বিদেমিকে শো-কজ করেছিল ক্লাব। সেই সূত্র টেনে ক্লাব কর্তা রাজু আহমেদ বললেন, ‘‘টাকার জন্য নয়। ওকে খারাপ আচরণের জন্য বাদ দিচ্ছি।’’ যদিও জানা গিয়েছে, মহমেডান ফুটবলাররা প্রায় তিন মাসের বেতন পাননি। বিদেমিকে ছেঁটে সেই চাপ থেকে একটু হলেও বাঁচতে চাইছেন কর্তারা।