Sachin Tendulkar

ফিরে দেখা ২০ বছর আগে সচিনের বিরল রেকর্ড

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ১২৫ বলে ১৩৯ রান করেন মাস্টার ব্লাস্টার। ১৯টি চার মেরেছিলেন সেই ম্যাচে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ৩১ মার্চ ২০২১ ১৬:১৬
Share:

মাইলফলক ছোঁয়ার দিনটি সচিন স্মরণীয় করে রেখেছিলেন শতরানের মাধ্যমে।  —ফাইল চিত্র

ক্রিকেট জীবনে বহু রেকর্ড গড়েছেন সচিন তেন্ডুলকর। ২৫ বছরের লম্বা কেরিয়ারে তাঁর গড়া বহু রেকর্ড আজও অধরা রয়ে গিয়েছে। ২০ বছর আগে ৩১ মার্চ একদিনের ক্রিকেটে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করেছিলেন সচিন। সেই মাইলফলক ছোঁয়ার দিনটি স্মরণীয় করে রেখেছিলেন শতরানের মাধ্যমে।

Advertisement

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ১২৫ বলে ১৩৯ রান করেন মাস্টার ব্লাস্টার। ১৯টি চার মেরেছিলেন সেই ম্যাচে। ভিভিএস লক্ষ্মণকে সঙ্গী করে ১৯৯ রানের জুটি গড়েন সচিন। ম্যাচের সেরাও হয়েছিলেন তিনিই। সচিনের শতরানে ভর করে ভারত করে ২৯৯ রান। অস্ট্রেলিয়ার ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৮১ রানে।

সচিনের ২৮তম শতরান ছিল সেই ম্যাচে। একদিনের ক্রিকেটে ৪৯টি শতরান-সহ সচিনের মোট রান ১৮,৪২৬। ৯৬টি অর্ধ শতরান এসেছে তাঁর ব্যাট থেকে। একদিনের ক্রিকেটে ১৯৫টি ছয় মারেন তিনি। পরবর্তী সময় সচিন-সহ ১৪ জন ক্রিকেটার এই তালিকার অংশ হয়েছেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন