Virat Kohli

নতুন টিজার প্রকাশ করে জল্পনা বাড়িয়ে দিলেন বিরাট

দিন কয়েক আগেও এক পোস্টার প্রকাশ করেছিলেন কোহালি। যাতে অনেকেরই মনে হয়েছিল যে, তিনি হয়তো রুপোলি দুনিয়ায় পা রাখতে চলেছেন। মঙ্গলবারের টিজারের সঙ্গে সঙ্গে সেই জল্পনা আরও জোরদার হল।

Advertisement

নিজস্ব্ প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫২
Share:

বিরাট কি সিনেমায় নামছেন, জল্পনা জোরদার। ফাইল ছবি।

তবে কি সত্যিই অভিনয়ে এলেন বিরাট কোহালি? জল্পনা ফের এক বার উস্কে দিলেন তিনিই। মঙ্গলবার প্রকাশ করলেন দ্বিতীয় টিজার।

Advertisement

দিন কয়েক আগেও এক পোস্টার প্রকাশ করেছিলেন কোহালি। যাতে অনেকেরই মনে হয়েছিল যে, তিনি হয়তো রুপোলি দুনিয়ায় পা রাখতে চলেছেন। মঙ্গলবারের টিজারের সঙ্গে সঙ্গে সেই জল্পনা আরও জোরদার হল।

‘ট্রেলারদ্যমুভি’ নামে ওই টিজার প্রকাশ করে কোহালি লিখেছেন, “সময় হল এই ছোট্ট টিজারের মাধ্যমে আপনাদের কৌতূহল বাড়ানোর।” এই মুহূর্তে বিশ্রামে রয়েছেন তিনি। এশিয়া কাপে খেলছেন না।

Advertisement

আরও পড়ুন: ‘এই পাকিস্তান দল পারবে না ভারতের সঙ্গে’​

আরও পড়ুন: কে দল বেছে নেয়, শাস্ত্রীকে প্রশ্ন করতে চান সৌরভ​

টিজারে দেখা যাচ্ছে, পিছনে বিস্ফোরণ আর আগুনের ঝলকানির মধ্যে হেঁটে আসছেন বিরাট। কিছু ক্ষণের মধ্যে ক্যামেরা ক্লোজ লুকে ধরল কোহালিকে। চোখ-মুখে কাঠিন্য। এর পর লেখা ভেসে উঠল ট্রেলার। নীচে লেখা ট্রেলারদ্যমুভিডটকম।

এর আগে টুইটারে কোহালি ঘোষণা করেছিলেন, “১০ বছর পর আরও এক অভিষেক। আর অপেক্ষা করতে পারছি না।” সব মিলিয়ে জল্পনা চরমে। অনেকেই আবার মনে করছেন, এটা পুরোটাই বিজ্ঞাপনী চমক। সিনেমার সঙ্গে সম্পর্ক নাও থাকতে পারে।

(ক্রিকেটের খবর,ফুটবলের খবর, টেনিসের খবর, হকির খবর - খেলার খবরের সেরা ঠিকানা আমাদের খেলা বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement