বাংলা বাহিনীতে বাংলার যোদ্ধা এক

প্রো কবাডি লিগে বাঙালি খেলোয়াড়ের সংখ্যা মাত্র তিন। তার মধ্যে বাংলার টিম বেঙ্গল ওয়ারিয়র্সে রয়েছেন একজন, শ্যাম কুমার। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, রাজস্থানের খেলোয়াড়রা আটটি টিমে দাপিয়ে বেড়াচ্ছেন। কাবাডিতে বাংলার কেন এই দশা যেখানে এক সময় জাতীয় স্তরে বাংলার রীতিমতো রমরমা ছিল?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০২:৫৪
Share:

কোচ-অধিনায়কের সঙ্গে কবাডিতে বাংলার প্রতিনিধি (ডান দিকে)। ছবি: উৎপল সরকার।

প্রো কবাডি লিগে বাঙালি খেলোয়াড়ের সংখ্যা মাত্র তিন। তার মধ্যে বাংলার টিম বেঙ্গল ওয়ারিয়র্সে রয়েছেন একজন, শ্যাম কুমার। মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, রাজস্থানের খেলোয়াড়রা আটটি টিমে দাপিয়ে বেড়াচ্ছেন। কাবাডিতে বাংলার কেন এই দশা যেখানে এক সময় জাতীয় স্তরে বাংলার রীতিমতো রমরমা ছিল?

Advertisement

অর্জুন প্রাপ্ত রমা সরকার বললেন, ‘‘চেয়ার নিয়ে ঝামেলার জেরেই গত তেরো-চোদ্দো বছরে পিছিয়ে পড়ছে বাংলা। একটা সময়ে বাংলা আর মহারাষ্ট্রই দাপিয়ে বেড়াত জাতীয় স্তরে। নতুন শাসকগোষ্ঠী আসার পর অবশ্য আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে কবাডি।’’ বাংলার আর এক অর্জুন, বিশ্বজিৎ পালিত বললেন, ‘‘কবাডির পরিকাঠামোই ঠিক নেই এ রাজ্যে। আজকাল ম্যাটে খেলা হয়। কিন্তু ইন্ডোর কোর্ট না পেয়ে আমাদের প্র্যাকটিস করতে হচ্ছে শুকনো মাঠে।’’ মোট আট টিমের প্রি কবাডি লিগ শুরু হচ্ছে ২২ জুলাই থেকে। জাতীয় দলের দীনেশ কুমার বেঙ্গল ওয়ারিয়ার্সের অধিনায়ক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement