কোহালির জন্য আমাদের পরিকল্পনা তৈরি, হুঙ্কার হেজলউডের

সোমবার অ্যাডিলেডে সাংবাদিকদের হেজলউড বলেছেন, ‘‘আমার কাছে বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় ব্যাটিং এখন বিশ্বের সেরা। কিন্তু ওরা অনেকটাই বিরাটের ওপর নির্ভরশীল। ঘরের মাঠে ভারত প্রচুর ম্যাচ খেলেছে। কিন্তু মনে রাখতে হবে, বিদেশ সফরে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডে গিয়ে বিরাট অনেক রান পেয়েছে। বাকিরা সে রকম কিছু করতে পারেনি।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ০৪:২৪
Share:

আত্মবিশ্বাসী: ভারতের জন্য তৈরি হেজলউড। ফাইল চিত্র

ভারতীয় ব্যাটিং বিশ্বসেরা হতে পারে, কিন্তু একবার বিরাট কোহালিকে তাড়াতাড়ি ফেরাতে পারলে চাপ তৈরি করা সম্ভব। দু’দলের টেস্ট দ্বৈরথ শুরুর আগে এই কথা বলেছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হেজলউড।

Advertisement

সোমবার অ্যাডিলেডে সাংবাদিকদের হেজলউড বলেছেন, ‘‘আমার কাছে বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় ব্যাটিং এখন বিশ্বের সেরা। কিন্তু ওরা অনেকটাই বিরাটের ওপর নির্ভরশীল। ঘরের মাঠে ভারত প্রচুর ম্যাচ খেলেছে। কিন্তু মনে রাখতে হবে, বিদেশ সফরে দক্ষিণ আফ্রিকা আর ইংল্যান্ডে গিয়ে বিরাট অনেক রান পেয়েছে। বাকিরা সে রকম কিছু করতে পারেনি।’’

কোহালিকে নিয়ে তাঁরা যে পরিকল্পনা করা শুরু করে দিয়েছেন, তা বলছিলেন হেজলউড। তাঁর মন্তব্য, ‘‘টেস্টে অবশ্যই বিরাট নিয়ে আমাদের পরিকল্পনা তৈরি থাকবে। কয়েকটি বিকল্প কৌশল হাতে নিয়েই খেলতে নামব। বিরাটের মতো ক্রিকেটারের জন্য একটি নয়, একাধিক কৌশল দরকার। কোন পরিস্থিতিতে কী কাজে লাগাতে হবে, সেটাই ঠিক করতে হবে।’’

Advertisement

তবে কোহালিকে স্লেজ করাটা যে সেই ছকের মধ্যে থাকছে না, তা স্বীকার করেছেন হেজলউড। তিনি বলেন, ‘‘ও সব ক্ষেত্রে (স্লেজিং প্রসঙ্গে) বিরাট নিজের সেরাটা বার করে আনতে পারে। তবে মাঠে কে কী করবে, সেটা সেই সংশ্লিষ্ট বোলার বা ব্যাটসম্যানের ওপরই নির্ভর করবে। নিজের ক্ষেত্রে বলব, বল করার সময় আমি চুপচাপই থাকি।’’

অ্যাডিলেড টেস্ট নিয়ে হেজলউড বলেছেন, ‘‘শুরুতে উইকেট পাওয়াটা ভীষণ জরুরি। বিশেষ করে প্রথম টেস্টের প্রথম ইনিংসে। প্রথম টেস্টেই যদি আমরা ওদের চাপে ফেলে দিতে পারি, তা হলে আশা করব, তার প্রভাব সিরিজের বাকি টেস্টগুলোতেও পড়বে।’’

এই প্রথম অস্ট্রেলিয়া সফরে এসে ফেভারিট হিসেবে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। তার কারণ স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতি। তবে হেজলউড সেটা মানেন না। তিনি বলছেন, ‘‘আমার মনে হয়, দুটো দলই সমান জায়গায় আছে। ভারত হয়তো বিশ্বের এক নম্বর টেস্ট দল, কিন্তু ঘরের মাঠে আমরাও খারাপ খেলি না। আমার মনে হয়, হাড্ডাহাড্ডি লড়াই হবে।’’ নিজেদের বোলিং নিয়ে হেজলউডের মন্তব্য, ‘‘আমাদের বোলিং আক্রমণ যথেষ্ট ভাল। তাই টেস্টে ভাল করার ব্যাপারে তাই আমরা আত্মবিশ্বাসী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement