Aiden Markram

উড়ন্ত মার্করাম, অসাধারণ ক্যাচে জিতে নিলেন সকলের মন

বছরের পর বছর একের পর এক সেরা ফিল্ডার উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। হার্সেল গিবস থেকে জন্টি রোডস—নিজেদের ব্যাটিংয়ের পাশাপাশি মাঠের মধ্যে এঁদের ক্ষিপ্রতা মনে জিতে নিয়েছে বহু ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ২৩:০৩
Share:

ক্যাচ নেওয়ার সেই মুহূর্ত। ছবি: এপি।

বছরের পর বছর একের পর এক সেরা ফিল্ডার উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা। হার্সেল গিবস থেকে জন্টি রোডস—নিজেদের ব্যাটিংয়ের পাশাপাশি মাঠের মধ্যে এঁদের ক্ষিপ্রতা মনে জিতে নিয়েছে বহু ক্রিকেটপ্রেমীদের।

Advertisement

এ বার হয়ত সেই তালিকায় দ্রুত ঢুকে পড়তে চলেছেন প্রোটিয়া ক্রিকেটার এইডেন মার্করাম। চতুর্থ ওডিআই ম্যাচে ভারতের ইনিংসের ৪৭ ওভারের ঘটনা। সেই ওভারে কাগিসো রাবাডার বল হার্দিক পাণ্ড্য বাউন্ডারি লাইনে পাঠাতে গেলে তা প্রায় উড়ন্ত বাজের মতো ঝাঁপিয়ে ধরে নেন মার্করাম।

মার্করামের নেওয়া এই ক্যাচ দেখে অনেকেই ইতিমধ্যেই তাঁকে জন্টি রোডসের সঙ্গে তুলনা করছেন।

Advertisement

আরও পড়ুন: ওয়ান্ডারার্সে ধবনের তিন নজির, কী কী জানেন?

স্লো ওভাররেটের জন্য জরিমানা দক্ষিণ আফ্রিকার

আরও পড়ুন স্লো ওভাররেটের জন্য জরিমানা দক্ষিণ আফ্রিকার ' ! 👐 ! 🇿🇦 ⏺️

আরও পড়ুন স্লো ওভাররেটের জন্য জরিমানা দক্ষিণ আফ্রিকার ⏺️

কেউ কেউ তো তাঁকে আবার দক্ষিণ আফ্রিকার স্পাইডারম্যান বলাও শুরু করেছেন। ক্যাচটি ধরার পর মার্করামের প্রশংসায় মাতেন ধারাভাষ্যকারেরাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement