ভারতের প্রশংসায় আইমার

আইমার বলেছেন, ‘‘আমরা ভারতের অন্য বয়সভিত্তিক দলের বিরুদ্ধেও খেলতে পারলে খুব খুশি হব। অনূর্ধ্ব-২০ ভারতীয় ফুটবলাররা আবেগ নিয়ে খেলেছে। ম্যাচে প্রচুর দৌড়েছেও ভারতের ফুটবলাররা।’’ প্রসঙ্গত দিয়েগো মারাদানোর পরে আর্জেন্টিনার অন্যতম তারকা ফুটবলার বলা হয় আইমারকে। তিনি আরও বলেছেন, ‘‘ভারতে হোক বা আর্জেন্টিনায়, অদূর ভবিষ্যতে আমরা আরও ম্যাচ খেলতে চাই ভারতের জাতীয় দলের বিরুদ্ধে।’’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৮ ০৩:৪৬
Share:

পাবলো আইমার।

কটিফ কাপে আর্জেন্টিনাকে হারানো ভারতের অনূর্ধ্ব-২০ দলের উচ্ছ্বসিত প্রশংসা করলেন পাবলো আইমার। প্রাক্তন আর্জেন্টিনীয় তারকা ফুটবলার সে দেশের অনূর্ধ্ব-২০ দলের টেকনিক্যাল ডিরেক্টরও। পাশাপাশি ভারতীয় দলের প্রশংসা করেছেন আর্জেন্টিনার কোচ লিয়োনেল স্কালোনিও। দু’জনই ভারতীয় শিবিরে এসে ফুটবলারদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাও বলেন।

Advertisement

আইমার বলেছেন, ‘‘আমরা ভারতের অন্য বয়সভিত্তিক দলের বিরুদ্ধেও খেলতে পারলে খুব খুশি হব। অনূর্ধ্ব-২০ ভারতীয় ফুটবলাররা আবেগ নিয়ে খেলেছে। ম্যাচে প্রচুর দৌড়েছেও ভারতের ফুটবলাররা।’’ প্রসঙ্গত দিয়েগো মারাদানোর পরে আর্জেন্টিনার অন্যতম তারকা ফুটবলার বলা হয় আইমারকে। তিনি আরও বলেছেন, ‘‘ভারতে হোক বা আর্জেন্টিনায়, অদূর ভবিষ্যতে আমরা আরও ম্যাচ খেলতে চাই ভারতের জাতীয় দলের বিরুদ্ধে।’’

কটিফ কাপে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচিংয়ের দায়িত্বে থাকা স্কালোনি বলেছেন, ‘‘ভারতের অধিনায়ক অমরজিৎ সিংহ আর্জেন্টিনার বিরুদ্ধে দারুণ খেলেছে। মুরসিয়ার বিরুদ্ধে ভারতের জ্যাকসন সিংহ যে রকম পারফর্ম করেছে সেটাও বেশ ভাল লেগেছে।’’

Advertisement

আর্জেন্টিনার সিনিয়র জাতীয় দলের দায়িত্ব নেওয়া স্কালোনি যোগ করেছেন, ‘‘ভারতীয় দলের ফুটবলারেরা যদি এ ভাবেই আরও তিন-চার বছর খেলে যেতে পারে তা হলে ওদের ভবিষ্যৎ উজ্জ্বল। ওদের সঙ্গে কথা বলে খুব ভাল লাগল। টিম হোটেলেও ভারতীয় দলের ফুটবলারেরা খুব ভাল ব্যবহার করেছে। অন্য দলের ফুটবলারদের প্রতি সম্মানও দেখিয়েছে ওরা।’’

চ্যাম্পিয়ন্স লিগ, এল ক্লাসিকো, লা লিগা, ইপিএল, বুন্দেশলিগা, সিরি এ থেকে ফিফা বিশ্বকাপ - ফুটবল জগতের সব খবর আমাদের খেলা বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন