বিরাটের প্রশংসা শুনে অভিভূত আমির

সঙ্গে আমির মনে করিয়ে দিয়েছেন একটা পুরনো ঘটনার কথা। ‘‘কলকাতায় বিরাট ওর ব্যাটটা আমাকে উপহার দিয়েছিল। সেই স্মৃতি কোনও দিন আমার মন থেকে মুছবে না,’’ বলেছেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৭ ০৩:১৩
Share:

উৎসব: দেওয়ালির আগের দিন পরিবারের সঙ্গে কোহালি। টুইটার

রাজনৈতিক পরিস্থিতি যাই হোক না কেন, ওয়াঘার এ পার-ও পারের ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা কিন্তু একটুও কমেনি। দিন কয়েক আগেই আমির খানের টিভি শোয়ে বিরাট কোহালি জানিয়েছিলেন, তাঁর খেলা অন্যতম সেরা বোলারের নাম মহম্মদ আমির। ভারত অধিনায়কের প্রশংসা শোনার পরে আমির তার জবাব দিয়েছেন।

Advertisement

পাকিস্তানের এই বাঁ-হাতি পেসার বলেছেন, ‘‘বিরাট যে ভাবে আমার প্রশংসা করেছে, তাতে আমি আপ্লুত। এটা ওর মহানুভবতার পরিচয়।’’

সঙ্গে আমির মনে করিয়ে দিয়েছেন একটা পুরনো ঘটনার কথা। ‘‘কলকাতায় বিরাট ওর ব্যাটটা আমাকে উপহার দিয়েছিল। সেই স্মৃতি কোনও দিন আমার মন থেকে মুছবে না,’’ বলেছেন তিনি।

Advertisement

আরও পড়ুন: জিতেও সতর্কবার্তা জুভেন্তাস কোচের

মানবিক বিরাটের পাশাপাশি ব্যাটসম্যান বিরাটের কথাও বলেছেন এই পাক পেসার। ‘‘সবাই জানে বিরাট কোহালি হল বিশ্বের সেরা ব্যাটসম্যান। ওর বিরুদ্ধে বল করতে গেলে আপনাকে সেরাটা দিতেই হবে,’’ বলেছেন আমির। সঙ্গে যোগ করেন, ‘‘আপনি যদি কোহালিকে একটা সুযোগও দেন, ও ম্যাচ বার করে নিয়ে যাবে। ঢাকায় এশিয়া কাপে যা হয়েছিল।’’

বিরাটের বিরুদ্ধে বল করার সময় আপনার স্ট্র্যাটেজি কী হয়ে থাকে? আমির বলেছেন, ‘‘আমি চেষ্টা করি ফোকাসটা ঠিক রাখার। আর নিজের সেরাটা দেওয়ার। রান তাড়া করার সময় বিরাটের গড় এবং স্ট্রাইক রেট সবার সেরা। কোনও সন্দেহ নেই, ও বোলারদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’’

আমির মনে করছেন, বিরাটকে বল করার অভিজ্ঞতা এক জন বোলারকে সম্বৃদ্ধ করে। ‘‘বিরাটের মতো ব্যাটসম্যানকে বল করতে পারলে বোলার হিসেবে আপনি নিজেই উপকৃত হবেন। নিজে আরও ভাল বোলার হয়ে উঠবেন বিরাটকে বল করার অভিজ্ঞতা থেকে,’’ বলেছেন মহম্মদ আমির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন