পাকিস্তানের নতুন কোচ মিকি আর্থার

শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দল তাদের হেড কোচ খুঁজে পেল। এপ্রিলেই সরিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন কোচ ওয়াকার ইউনিসকে। এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে পাকিস্তানের খারাপ প্রদর্শনের জন্যই সরে যেতে হয়েছে কোচকে। অনেক নাম নিয়ে আলোচনার পর শেষ পর্যন্ত আর্থারেই থামল পিসিবি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ২২:০১
Share:

শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট দল তাদের হেড কোচ খুঁজে পেল। এপ্রিলেই সরিয়ে দেওয়া হয়েছিল তৎকালীন কোচ ওয়াকার ইউনিসকে। এশিয়া কাপ ও টি২০ বিশ্বকাপে পাকিস্তানের খারাপ প্রদর্শনের জন্যই সরে যেতে হয়েছে কোচকে। অনেক নাম নিয়ে আলোচনার পর শেষ পর্যন্ত আর্থারেই থামল পিসিবি। অতীতে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কোচিং করিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার কোচের দায়িত্বে তিনি ছিলেন ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত। ও অস্ট্রেলিয়ার দায়িত্ব সামলেছিলেন ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত। ২০০৮-০৯ এ তাঁর কোচিংয়েই টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষ পর্যন্ত অধিনায়ক গ্রেম স্মিথের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় দায়িত্ব ছাড়েন তিনি।

Advertisement

অন্যদিকে, অস্ট্রেলিয়াও তাঁর কোচিংয়ে ১৯টি টেস্টের মধ্যে ১০টি ম্যাচেই জয় তুলে নিয়েছিল। কিন্তু শেষে তাঁকে সরিয়ে দেওয়া হয়। এবার তাঁকে পাকিস্তানের কোচ হিসেবে বেছে নিল ওয়াসিম আক্রম, রামিজ রাজা ও ফয়জল মির্জার কমিটি।

আরও খবর

Advertisement

সচিনের রেকর্ডকে ছাপিয়ে যেতে আর ৩৬ রান দরকার কুকের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন