ফিল হিউজ ছায়া এ বার পাকিস্তানে

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে পাকিস্তানে হঠাৎ যেন ক্রিকেটের জোয়ার এসেছে। সেই জোয়ারে গা ভাসিয়ে এখন পাকিস্তানের ক্রিকেট অ্যাকাডেমিগুলোতেও উৎসাহের শেষ নেই।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৭ ০৪:৩৭
Share:

মর্মান্তিক: ব্যাট করতে গিয়ে বলের আঘাতে মৃত্যু জুবেরের।

ফের ক্রিকেট মাঠে মৃত্যু। ফের মারণ বাউন্সারের জবাব দিতে গিয়ে মাথায় বল লেগে ফিল হিউজের মতো প্রাণ দিতে হল এক ক্রিকেটারকে। এ বার এই দুর্ঘটনা ঘটল পাকিস্তানের এক ক্রিকেট অ্যাকাডেমিতে। ১৮ বছরের তাজা তরুণ জুবের আহমেদকে প্রাণ দিতে হল বিষাক্ত ক্রিকেট বলের আঘাতে।

Advertisement

চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরে পাকিস্তানে হঠাৎ যেন ক্রিকেটের জোয়ার এসেছে। সেই জোয়ারে গা ভাসিয়ে এখন পাকিস্তানের ক্রিকেট অ্যাকাডেমিগুলোতেও উৎসাহের শেষ নেই। মরদান জেলার তেমনই এক অ্যাকাডেমিতে বুধবার চলছিল একটি ম্যাচ, যাতে ব্যাট করছিল জুবের। হঠাৎ একটা মারাত্মক বাউন্সার ছুটে আসে তার দিকে। তা সামলাতে পারেনি তরুণ ব্যাটসম্যান। তীব্র গতিতে ছুটে এসে বলটা লাগে তার মাথায়। হেলমেট না পরে ব্যাট করার চরম মাশুল দিতে হল কাতলঙ্গের বাসিন্দা জুবেরকে।

বিশ্বের এই প্রান্তে এমন চরম দুর্ঘটনা ঘটার আগের দিন এমনই আর এক ঘটনা ঘটে অন্য এক প্রান্তে, অস্ট্রেলিয়ায়। জুবেরের মতো অখ্যাত নয়, সেই দুর্ঘটনার কবলে পড়েও কপাল জোরে বেঁচে যান এক বিখ্যাত ওপেনার, ডেভিড ওয়ার্নার। ডারউইনে এক প্রস্তুতি ম্যাচে জশ হ্যাজলউডের একটি বল সোজা তাঁর গলার পাশে আঘাত করে। সঙ্গে সঙ্গে ব্যাট ছেড়ে ক্রিজে হাঁটু মুড়ে বসে পড়েন ওয়ার্নার। স্লিপে ফিল্ডিং করছিলেন স্টিভ স্মিথ। তিনি দৌড়ে আসেন তাঁর সতীর্থের কাছে। যন্ত্রণা ও আতঙ্কে কাঁপতে দেখা যায় তাঁকে। হেলমেট খুলে ফেলেন মাথা থেকে। তার পরেই সোজা হাঁটা লাগান প্যাভিলিয়নের দিকে। তাঁর ব্যাট পড়ে থাকে ক্রিজে। পরীক্ষার পর ডাক্তাররা জানিয়ে দেন আসন্ন বাংলাদেশ সফরে দলের সঙ্গে যেতে পারবেন অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক। শুক্রবারই তাঁরা রওনা হচ্ছেন ঢাকার পথে। ২৭ অগস্ট তাঁদের দুই টেস্টের সফর শুরু হচ্ছে।

Advertisement

আরও পড়ুন: ‘সফল হয়েছি পরিশ্রম করে’

ওয়ার্নারের মতো ভাগ্যবান ছিল না জুবের। ১৮ বছরের প্রতিশ্রুতিমান এই ব্যাটসম্যানকে হাসপাতালে নিয়ে যাওয়ার হলে তাকে মৃত ঘোষণা করেন ডাক্তাররা। কোয়েটা বিয়ার্সের হয়ে লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই ক্রিকেটার। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের টুইটারে এই খবর জানিয়ে লেখে, ‘‘জুবের আহমেদের দুঃখজনক মৃত্যু ফের মনে করালো সঠিক ক্রিকেট সরঞ্জাম ব্যবহারের প্রয়োজনিয়তা, মাঠে যা সবসময়ই পরে থাকা দরকার। জুবেরের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।’’

প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ও ইসলামাবাদ ইউনাইটেডের কোচ ডিন জোন্স এই খবর শুনে টুইট করেন, ‘‘খবরটা শুনে খুবই খারাপ লাগল। ওর পরিবারের জন্য খুব খারাপ লাগছে।’’ ক্রিকেট মাঠে চোট আঘাত রোখার সরঞ্জাম ব্যবহার করা নিয়ে ইদানীং বাড়তি সতর্কতা অবলম্বন করছেন ক্রিকেটাররা। ২০১৪-র নভেম্বরে অস্ট্রেলিয়ার টেস্ট ক্রিকেটার ফিল হিউজের মৃত্যুর পরেই আরও ক্রিকেটাররা এখন বেশি সতর্ক হয়ে গিয়েছেন। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও কানের পিছনের অংশে বল লেগে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়েছিল এই ব্যাটসম্যানকে। কিন্তু বাড়তি সতর্কতা অবলম্বন করা হলেও দুর্ভাগ্য যে ক্রিকেটারদের পিছু ছাড়ছে না, এই দুই ঘটনা তারই প্রমাণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন