ভারতে খেলতে আসার প্রশ্নই নেই: পিসিবি

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ডিসেম্বরে ভারতে আসছে না পাকিস্তান। একটি ক্রিকেট ওয়েবসাইট অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান বলেছেন ভারতে খেলতে আসার কোনও প্রশ্নই নেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৫ ২২:২২
Share:

দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ডিসেম্বরে ভারতে আসছে না পাকিস্তান। একটি ক্রিকেট ওয়েবসাইট অনুযায়ী পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়র খান বলেছেন ভারতে খেলতে আসার কোনও প্রশ্নই নেই।

Advertisement

গত সপ্তাহে পিসিবি চেয়ারম্যান দাবি করে ছিলেন বিসিসিআই নাকি পাকিস্তান কে ডিসেম্বরে দ্বিপাক্ষিক সিরিজের আমন্ত্রণ জানিয়েছে। যদিও বিসিসিআই-এর পক্ষ থেকে সে বিষয়ে নিশ্চিত করে কিছুই জানানো হয়নি।

২০১৪ সালে বিসিসিআই ও পিসিবি-এর মধ্যে স্বাক্ষরিত এমওইউ অনুযায়ী এই বছর দ্বিপাক্ষিক সিরিজের দায়িত্ব ছিল পাকিস্তানের। নিরাপত্তার জন্য পাকিস্তান এখন তাদের সব সিরিজই সংযুক্ত আরব আমিরশাহীতে খেলছে।

Advertisement

বোর্ড সভাপতি অনুরাগ ঠাকুর জানিয়ে ছিলেন সরকারি বিধি নিষেধের জন্য ইউএই-তে খেলতে যাওয়া ভারতের পক্ষে সম্ভব নয়।

গত মাসে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর বলে ছিলেন ‘সন্ত্রাসের পরিবেশে’ দু’দেশের মধ্যে কোনও ক্রিকেট সম্ভব নয়।

অক্টোবরে শশাঙ্ক মনোহর বিসিসিআই-এর প্রেসিডেন্ট হওয়ার পর পরিস্থিতি কিছুটা বদলেছে।

নিরাপত্তা ছাড়াও এই মুহূর্তে দু’দেশের ক্রিকেট বোর্ডের বিরোধে চলে এসেছে বর্ডকাস্ট রাইট-এর প্রসঙ্গও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement