Sports News

স্পট ফিক্সিংয়ের দায়ে ১০ বছর নির্বাসিত পাকিস্তানের নাসির জামশেদ

যে কোনও ক্রিকেট থেকেই তাঁকে নির্বাসিত করা হল। গত দু’বছরে এই নিয়ে দ্বিতীয়বার নির্বাসিত হলেন নাসির। এর আগে এই পিএসএল-এই স্পট ফিক্সিংয়ের জন্য এক বছর নির্বাসন দেওয়া হয়েছিল তাঁকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৮ ১৭:৩১
Share:

নির্বাসিত নাসির জামশেদ।—ফাইল চিত্র।

১০ বছরের নির্বাসন মানে ক্রিকেট জীবনই শেষ হয়ে যাওয়া। তেমনটাই হল পাকিস্তানের এই ক্রিকেটারের জীবনে।পাকিস্তান সুপার লিগে স্পট ফিক্সিংয়ের দায়ে ১০ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত করা হল নাসিরকে।এই খবর টুইট করেও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে জানানো হয়েছে, ক্রিকেটার নাসির জামশেদকে ১০ বছরের জন্য নির্বাসিত করল অ্যান্টি কোরাপশন ট্রিবিউনাল।

Advertisement

যার ফলে যে কোনও ক্রিকেট থেকেই তাঁকে নির্বাসিত করা হল। গত দু’বছরে এই নিয়ে দ্বিতীয়বার নির্বাসিত হলেন নাসির। এর আগে এই পিএসএল-এই স্পট ফিক্সিংয়ের জন্য এক বছর নির্বাসন দেওয়া হয়েছিল তাঁকে। তবে তিনিই প্রথম নন। এই নিয়ে তৃতীয় ক্রিকেটার যিনি ধরা পড়লেন পিসিবির জালে। এই বছর এপ্রিলে জামশেদের এক বছরের নির্বাসন শেষ হয়েছিল। যেখানে তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, পিসিবির সাতটি নিয়ম ভঙ্গ করেছেন তিনি।

সেই সময় জামশেদ তাঁর বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করে দিয়েছিলেন। এর পর তাঁর কেস চলে যায় পিসিবি নির্ধারিত ট্রাইবুন্যালে। যার মাথায় ছিলেন জাস্টিস ফজল-এ-মিরান চৌহান। এ ছাড়া সেখানে ছিলেন প্রাক্তন ক্রিকেটার আকিব জাভেদ ও সুপ্রিমকোর্টের আইনজীবী শাহজাদ মাসুদ।

Advertisement

আরও পড়ুন
অভিষেকের মুখে ঋষভ, অনেকটাই স্বাভাবিক বিরাট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন