Nasir Jamshed

গড়াপেটায় ১৭ মাসের জেল পাক ক্রিকেটারের

পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলেছেন নাসির।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ ০৪:১১
Share:

প্রতীকী ছবি

স্পট ফিক্সিংয়ের জন্য সতীর্থদের ঘুষ দেওয়ার অপরাধে ১৭ মাসের কারাদণ্ড হল পাক ব্যাটসম্যান নাসির জামশেদের। পাকিস্তানের হয়ে টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি খেলেছেন নাসির। ভারতের বিরুদ্ধে সেঞ্চুরিও রয়েছে তাঁর। কিন্তু মাত্র ৩০ বছর বয়সেই স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে ক্রিকেট জীবনে সমস্যা ডেকে আনেন তিনি।

Advertisement

জামশেদের সঙ্গে আরও দুই ক্রিকেটারের জেলের আদেশ দেওয়া হয়েছে। ৩৬ বছরের ইউসুফ আনওয়ারের মাথা থেকেই স্পট ফিক্সিংয়ের পরিকল্পনা বেরোয়। তা প্রমাণিত হওয়ায় তিন বছরের কারাদণ্ড হয় তাঁর। সেই সঙ্গে ৩৪ বছরের মহম্মদ ইজাজের জেল হয়েছে আড়াই বছরের।

তিনজনেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ স্বীকার করেন ম্যাঞ্চেস্টার আদালতে। আদালত আরও জানিয়েছে, বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ জনপ্রিয় হওয়ার পর থেকেই এ ধরনের স্পট ফিক্সিংয়ের প্রবণতা বেড়েছে। বিচারপতি বলেছেন, ‘‘ক্রিকেট সংস্থাগুলোর দায়িত্ব, এ ধরনের সমস্যা মেটানোর। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ চলছে। সেখান থেকেই স্পট ফিক্সিংয়ের অভিযোগ আসছে একের পর এক।’’

Advertisement

জামশেদ শুধু পাকিস্তান সুপার লিগেই স্পট ফিক্সিং করেনি। তাঁর বিরুদ্ধে বাংলাদেশ সুপার লিগেও স্পট ফিক্সিংয়ের অভিযোগ রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন