Pakistan Fan

কোহালি বন্দনায় পাক সমর্থকরা

শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, অধিনায়ক কোহালিও মন জয় করে নিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ২০:০৬
Share:

বিরাট কোহালি। ছবি: এএফপি।

বিশ্ব ক্রিকেটে ইতিমধ্যেই সম্ভ্রম আদায় করে নিয়েছেন বিরাট কোহালি। কোহালির ধ্বংসাত্মক ব্যাটিং বর্তমানে যে কোনও দলের কাছে আতঙ্ক।

Advertisement

শুধু ব্যাটসম্যান হিসেবেই নয়, অধিনায়ক কোহালিও মন জয় করে নিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের।

আরও পড়ুন: ২৯৪ রানের লক্ষ্যে নেমে দুই ভারতীয় ওপেনারের হাফ-সেঞ্চুরি

Advertisement

আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের ১০ বছর

বেশ কিছু দিন ধরেই ক্রিকেট সার্কিটে কোহালির তুলনা করা হচ্ছিল পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শাহজাদের সঙ্গে। সম্প্রতি টুইটারে এই নিয়ে একটি পোস্টও করা হয়। শাহজাদ এবং কোহালির ছবি দিয়ে সেখানে জানতে চাওয়া হয় কে সেরা!' টুইট হওয়া মাত্রই একের পর এক কমেন্ট আসে টুইটকে কেন্দ্র করে। শ’দুয়েক রিপ্লাই আসে। যার অধিকাংশই ছিল কোহালির পক্ষে। পাক সমর্থকরা টুইট করে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন কোহালিকে। কেউ লেখেন কোহালি এক জন বিশ্বমানের ক্রিকেটার ওঁর সঙ্গে শাহজাদের কোনও তুলনা হয় না তো আরেক জন লেখেন এই তুলনাটাই বিরাটের জন্য অপমানজনক।

টুইট হওয়া মাত্রই একের পর এক কমেন্ট আসে টুইটকে কেন্দ্র করে। শ’দুয়েক রিপ্লাই আসে। যার অধিকাংশই ছিল কোহালির পক্ষে। পাক সমর্থকরা টুইট করে ভূয়সী প্রশংসায় ভরিয়ে দেন কোহালিকে। কেউ লেখেন কোহালি এক জন বিশ্বমানের ক্রিকেটার ওঁর সঙ্গে শাহজাদের কোনও তুলনা হয় না তো আরেক জন লেখেন এই তুলনাটাই বিরাটের জন্য অপমানজনক।

বেশ কিছু দিন ধরেই ক্রিকেট সার্কিটে কোহালির তুলনা করা হচ্ছিল পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শাহজাদের সঙ্গে। সম্প্রতি টুইটারে এই নিয়ে একটি পোস্টও করা হয়। শাহজাদ এবং কোহালির ছবি দিয়ে সেখানে জানতে চাওয়া হয় কে সেরা!'

অন্য আরেক পাক সমর্থক টুইটার হ্যান্ডেলে লেখেন "এই বাস্তবটা মেনে নাও যে ৯৯৯% সময় পাকিস্তানের ৬ জন ব্যাটসম্যানের সমান কোহালি।" ! ! 🕊 (_) % &

অন্য আরেক পাক সমর্থক টুইটার হ্যান্ডেলে লেখেন "এই বাস্তবটা মেনে নাও যে ৯৯৯% সময় পাকিস্তানের ৬ জন ব্যাটসম্যানের সমান কোহালি।" ! ! 🕊 (_) % &

অন্য আরেক পাক সমর্থক টুইটার হ্যান্ডেলে লেখেন "এই বাস্তবটা মেনে নাও যে ৯৯৯% সময় পাকিস্তানের ৬ জন ব্যাটসম্যানের সমান কোহালি।" ! ! 🕊 (_) % &

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement