শহরে পাক কাহন

হোটেল থেকে বেরনো নিষিদ্ধ। হোটেলের ফ্লোরেও কমান্ডো টহল। শাহিদ আফ্রিদিদের প্র্যাকটিসের সময় মাঠে টহল দিচ্ছে ব্ল্যাকক্যাট কমান্ডো।

Advertisement
শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৬ ০৩:২৮
Share:

আফ্রিদির ইডেনে প্রবেশ

হোটেল থেকে বেরনো নিষিদ্ধ। হোটেলের ফ্লোরেও কমান্ডো টহল। শাহিদ আফ্রিদিদের প্র্যাকটিসের সময় মাঠে টহল দিচ্ছে ব্ল্যাকক্যাট কমান্ডো। প্রিয়ঙ্কা চোপড়ার ‘জয় গঙ্গাজল’ সিনেমা দেখতে চেয়েও দেখা হল না পাক ক্রিকেটারদের। নাইট শোয়ে ছেলেদের যেতে দেননি পাক ম্যানেজার ইন্তিখাব আলম। পুলিশও নিরাপত্তা নিয়ে আপত্তি জানিয়েছে। প্র্যাকটিস শেষে ড্রেসিংরুমে বসে লাঞ্চ করা হল না পাক ক্রিকেটারদের। একে তো প্র্যাকটিস শেষ হয় দেরিতে, তার উপর আবার অস্ট্রেলিয়ার চলে আসার কথা ছিল ইডেনে। আফ্রিদিদের লাঞ্চ তাই পার্সেল করে পাঠিয়ে দেওয়া হল হোটেলে। নেটে ব্যাট করার সময় প্র্যাকটিস বোলারের বলে পায়ে চোট লাগে মহম্মদ সামির। টিম সূত্রের খবর, সুস্থ হতে দু’দিন লাগবে। শ্বশুরবাড়ির লোক জন আসবে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে। শোয়েব মালিকের তাই ব্যস্ততার শেষ নেই। সিএবি কর্তাদের বলে রেখেছেন, যেন যত্নআত্তির ত্রুটি না হয়। তবে স্ত্রী সানিয়া মির্জা ক্যালিফোর্নিয়ায় খেলছেন বলে খুব সম্ভবত আসতে পারবেন না।

Advertisement

মাঠেই কমান্ডো টহল। রবিবার। -শঙ্কর নাগ দাস

Advertisement

আজ আফ্রিদিদের মেনু

লাঞ্চ সাদা ভাত, গ্রিলড চিকেন, পেনি পাস্তা, আলু সেদ্ধ মাখা, ডাল তড়কা, মাটনের ঝোল, নান, স্যালাড, চাটনি, দই বা রায়তা।

ডিনার ভেড়ার মাংস, চিকেন কড়াই, চিকেন বিরিয়ানি, নান, চাপাটি, কালো ডাল তড়কা, মিক্সড ভেজ, থাই বা হট অ্যান্ড সাওয়ার স্যুপ, ব্রেড রোলস।

সবসময় টিমের সঙ্গে থাকছে

চকোলেট, চিউয়িঙ্গ গাম, রেড বুল, ফল, চা-কফি, কুকিজ, বাদাম ও শুকনো ফল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement