গোলাপি বলের টেস্টে পাক ব্যাটিং দাপট

এশিয়ার মাটিতে গোলাপি বলে খেলা প্রথম টেস্ট ম্যাচের চূড়ান্ত ফলের জন্য আরও ক’টা দিন অপেক্ষা করতে হবে। কিন্তু বৃহস্পতিবার দুবাই স্টেডিয়ামে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দিন-রাতের টেস্টের প্রথম বল পড়ার আগেই দু’টো স্মরণীয় ঘটনা হয়ে থাকল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০৩:৪৫
Share:

বাবর আজমকে টেস্ট ক্যাপ তুলে দিচ্ছেন ইনজামাম উল হক। ছবি: টুইটার

এশিয়ার মাটিতে গোলাপি বলে খেলা প্রথম টেস্ট ম্যাচের চূড়ান্ত ফলের জন্য আরও ক’টা দিন অপেক্ষা করতে হবে। কিন্তু বৃহস্পতিবার দুবাই স্টেডিয়ামে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ দিন-রাতের টেস্টের প্রথম বল পড়ার আগেই দু’টো স্মরণীয় ঘটনা হয়ে থাকল।

Advertisement

২২তম জন্মদিনের দু’দিন আগে লাহৌরের টপ অর্ডার ব্যাটসম্যান বাবর আজমের পাক টেস্ট ক্যাপ পাওয়া। দেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান ইনজামাম-উল-হকের হাত থেকে যেটা পান তরুণ বাবর। যিনি গত সপ্তাহে ওয়ান ডে-র ইতিহাসে এক সিরিজে সর্বাধিক রান তোলার বিশ্বরেকর্ড করেন ক্যারিবিয়ান বোলিং পিটিয়ে।

অন্যটা ভারত-পাক বর্তমান তীব্র গোলমেলে রাজনৈতিক পরিমণ্ডলের মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের ওয়াঘার ওপারের লেগ স্পিনার ইয়াসির শাহ-কে আগাম অভিনন্দন বার্তা পাঠানো। যেখানে বিসিসিআই প্রেসিডেন্ট বলে দিয়েছেন, এখন ভারত-পাক ক্রিকেট সিরিজ অসম্ভব, সেখানে ইয়াসিরের টেস্টে দ্রুততম একশো উইকেট দখলের প্রবল সম্ভাবনা দুবাইয়ে তৈরি হওয়ায় তাঁকে আগাম অভিনন্দন জানিয়েছেন বর্তমানে সেই রেকর্ডের মালিক ভারতীয় তারকা অফস্পিনার। টুইট করেছেন, ‘গুড লাক। মে দ্য ফোর্স বি উইথ ইউ। তোমার বোলিং দেখা একটা আনন্দের অনুভূতি।’ ইয়াসের এই টেস্টের আগে ১৬ ম্যাচে ৯৫ উইকেট নিয়ে বসে আছেন।

Advertisement

এশিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্টের প্রথম দিনের খেলাও অবশ্য গুটিগুটি পায়ে স্মরণীয় কিছু ঘটানোর দিকে এগোচ্ছে। প্রায় ফাঁকা গ্যালারির সামনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক মিসবা উল হক। প্রথম দিনের শেষে এক উইকেট হারিয়ে পাকিস্তানের রান ২৭৯-১। দুই ওপেনার আজহার আলি ও সামি আসলাম প্রথম উইকেটেই ২১৫ রানের পার্টনারশিপ গড়েন। দিনের আলোয় শুরু টেস্টে তাঁদের জুটি ভাঙে নৈশালোকে। দ্বিতীয় বিরতির পরে। যখন ক্যারিবিয়ান অফস্পিনার রস্টন চেজ বোল্ড করেন সামি আসলামকে। ৯০ রানে। সঙ্গী ওপেনার মাত্র দশ রানের জন্য সেঞ্চুরি ফস্কালেও আজহার তিন অঙ্কে পৌঁছে এখনও ক্রিজে। ১৪৬ রানে ব্যাট করছেন তিনি। সদ্য নামা আশাদ শফিক ক্রিজে আছেন ৩৩ রানে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন