ভারত-পাক সিরিজ শ্রীলঙ্কায়?

অবশেষে কি বরফ গলছে? সূত্রের খবর যদি সত্যি হয়, ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ শেষ পর্যন্ত হচ্ছে এবং তা হচ্ছে শ্রীলঙ্কায়। এই বিষয়ে পিসিবি এবং বিসিসিআই উভয়ই রফায় পৌঁছেছে। এখন শুধু প্রয়োজন পাক সরকারের সম্মতি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৫ ২০:৫০
Share:

অবশেষে কি বরফ গলছে? সূত্রের খবর যদি সত্যি হয়, ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ শেষ পর্যন্ত হচ্ছে এবং তা হচ্ছে শ্রীলঙ্কায়। এই বিষয়ে পিসিবি এবং বিসিসিআই উভয়ই রফায় পৌঁছেছে। এখন শুধু প্রয়োজন পাক সরকারের সম্মতি।

Advertisement

সংবাদ সংস্থা পিটিআই অনুযায়ী, আগামী ২৭ নভেম্বরেই সরকারি ভাবে ঘোষণা হয়ে যাবে এই বিতর্কিত সিরিজের সূচির।

বিসিসিআই আগেই জানিয়ে ছিল সিরিজের জন্য মোটেও সংযুক্ত আরব আমিরশাহিতে খেলতে যাবে না টিম ইন্ডিয়া। অন্য দিকে, পিসিবিও সাফ জানিয়ে ছিল ভারতে এসে খেলার কোনও প্রশ্নই নেই। এই টানাপড়েনে সিরিজটাই যখন বিশ বাঁও জলে তখনই দু’দেশের বোর্ড রফায় এসেছে বলে জানা যাচ্ছে। নিরপেক্ষ কেন্দ্র হিসাবে বেছে নেওয়া হল প্রতিবেশী দেশ শ্রীলঙ্কাকে।

Advertisement

তবে সম্ভবত বদলে যাচ্ছে ক্রীড়া সূচি। দুটি টেস্ট, তিনটে ওয়ান ডে এবং দুটি টি২০-এর লম্বা সিরিজ কাঁচি চালিয়ে ছেটে ফেলা হয়েছে। বিসিসিআই সূত্রে খবর, বাদ যাচ্ছে দুটি টেস্ট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement