মারাদোনাকে কটাক্ষ পেলের

‘হাজার গোল করলে আমার সমান হবে’

তবে পেলে এটাও বলেছেন, কারও ওপর তাঁর কোনও ক্ষোভ নেই। সবটাই তিনি হাল্কা ভাবে নেন। জানিয়ে দিচ্ছেন, তাঁদের মধ্যে যতই বাগযুদ্ধ হোক না কেন, সম্পর্কটা কিন্তু বন্ধুত্বেরই আছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০৩:৪৫
Share:

দূরত্ব: মারাদোনার সঙ্গে তুলনা একেবারেই চান না পেলে।

তাঁদের দু’জনের সম্পর্ক নিয়ে এর আগে অনেক কথাই হয়েছে। দু’জনকে নিয়ে তুলনাও কম হয়নি। কিন্তু এক জন অন্য জনের সমালোচনা এত খোলাখুলি ভাবে করছেন, এই ঘটনা সম্ভবত আগে দেখা যায়নি। এ বার যেটা দেখা গেল। পেলের বিদ্রূপের তিরে বিদ্ধ হলেন স্বয়ং দিয়েগো মারাদোনা।

Advertisement

একটি ওয়েবসাইটে সাক্ষাৎকার দিতে গিয়ে পেলে বলেছেন, ‘‘আমি অনেক বারই বলেছি মারাদানো বিশ্বের অন্যতম সেরা। কিন্তু পাশাপাশি এটাও বলতে চাই, মারাদোনা কি খুব ভাল হেডার ছিল? হেডে কোথায় গোল করেছে মারাদোনা?’’

এখানেই থেমে থাকেননি পেলে। তিন বারের বিশ্বকাপজয়ী ফুটবলার আরও বলেন, ‘‘মারাদোনা সম্পর্কে আরও একটা কথা বলতে চাই আমি। মারাদোনা কিন্তু দু’পায়ে সমান দক্ষতায় শট নিতে পারত না। ও তো ডান পায়ে শটই মারত না। যা মারত সবই বাঁ পায়ে।’’

Advertisement

আরও পড়ুন: দূরদর্শনের সঙ্গে আইনি লড়াই জিতে টিভি-বিপ্লব

এর আগে মারাদোনাও কয়েক বার কটাক্ষ করেছেন পেলে-কে। কিন্তু পেলে সম্ভবত এই প্রথম খোলাখুলি মারাদোনা নিয়ে সরব হলেন। পেলে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, মারাদোনা যত বড়ই ফুটবলার হোন না কেন, নিজের সঙ্গে আর্জেন্তিনীয় মহাতারকার তুলনা তিনি বিশেষ পছন্দ করেন না। পেলে বলেছেন, ‘‘আমার সঙ্গে যখন মারাদোনার তুলনা করা হয়, তখন আমি এ সব নিয়ে ঠাট্টা করি। আমার কাছে অবশ্যই মারাদোনা গ্রেট ফুটবলার। কিন্তু একটা কথাই বলতে চাই। আপনারা মারাদোনার সঙ্গে পেলের তুলনা করতে পারেন না।’’

তবে পেলে এটাও বলেছেন, কারও ওপর তাঁর কোনও ক্ষোভ নেই। সবটাই তিনি হাল্কা ভাবে নেন। জানিয়ে দিচ্ছেন, তাঁদের মধ্যে যতই বাগযুদ্ধ হোক না কেন, সম্পর্কটা কিন্তু বন্ধুত্বেরই আছে। পেলের কথায়, ‘‘আমরা কিন্তু ভাল বন্ধু। সব সময় নিজেদের মধ্যে ঠাট্টা-ইয়ার্কি হয় আমাদের। আমি তো ওকে মজা করে বলি, ‘মারাদোনা, তুমি তখনই পেলের সমান হতে পারবে যখন হাজারটা গোল করবে’। আর জবাবে মারাদোনা বলে, ‘সেটা তো আর এখন হবে না। তবে তাতে কিছু যায় আসে না।’ আসলে যে যা-ই মনে করুক, আমাদের সম্পর্কটা বেশ ভাল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement